ঠান্ডাজনিত জটিলতায় গলায় ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে কলকাতার একটি হাসপাতালে দুই দিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে গোপন স্থানে চলে গেছেন।
জানা গেছে, নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পাদক ভারতের কলকাতার একটি হাসপাতালে দুই দিন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশ থেকে পালিয়ে ভারতে আছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার এই অন্যতম সহযোগী।
সূত্রে জানা গেছে, বেশ কিছু রোগ নিয়ে ওবায়দুল কাদের দুইদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ সোমবার (০৫ জানুয়ারি) বিকালে তিনি হাসপাতাল ত্যাগ করেন। আর জানা গেছে, কাদের কয়েকদিন ধরেই অসুস্থ। তাছাড়া তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন, চিকিৎসা নিচ্ছেন।
প্রসঙ্গত, ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলন দমাতে সহিংসতা ও প্রাণহানির অভিযোগে বেশ কয়েকটি মামলার আসামি ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বাংলাদেশের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
এবি/টিকে