বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল। এই দল সমুদ্রের মতো বিশাল। এখানে অসংখ্য মানুষ মনোনয়ন চাইতেই পারেন, সবার যোগ্যতা আছে। চাওয়ার অধিকারও আছে। তবে শেষ পর্যন্ত দল তো একজনকেই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।’
সোমবার (৫ জানুয়ারি) রাতে টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের রূপসী যাত্রা গ্রামে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, ‘আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সবসময় বলেছেন, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। বিএনপি সেই নীতিতেই বিশ্বাসী। এই নির্বাচনে দেশ কার হাতে যাবে, তা নির্ধারিত হবে। আল্লাহর রহমতে জনগণের ভোটে দেশনায়ক তারেক রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।’
খালেদা জিয়ার ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘১৭ বছর ধরে তাকে নানা কষ্ট দেওয়া হলেও তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি।তিনি দেশের মানুষের প্রতি গভীর ভালোবাসা রেখে বলেছেন, দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই। এই দেশ, এই দেশের মাটি ও মানুষই তার সবকিছু। তিনি দেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’
সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রাজার সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আশরাফ পাহেলী, যুবদলের কেন্দ্রীয় সাবেক সদস্য আবদুল্লাহ হেল কাফি শাহেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ আহমেদ শাফী ইথেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এমআর/টিএ