হাদি হত্যার দায়সারা চার্জশিট হলে জনগণ প্রত্যাখ্যান করবে : ইনকিলাব মঞ্চ

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে ‘মূল নায়কদের’ অন্তর্ভুক্ত ছাড়া চার্জশিট জনগণ মেনে নেবে না বলে ঘোষণা দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, ভাড়াটে খুনিদের নাম দেখিয়ে মূল পরিকল্পনাকারীদের আড়াল করে দায়সারা চার্জশিট দাখিল করা হলে তা বাংলাদেশের জনগণ সরাসরি প্রত্যাখ্যান করবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটায় ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির শুরুতে শাহবাগ চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আবদুল্লাহ আল জাবের এ কথা বলেন।

তিনি বলেন, গত ১২ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইনসাফের লড়াইয়ের প্রতীক, জুলাই গণঅভ্যুত্থানের জজবার প্রাণ শহীদ শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। ১৮ ডিসেম্বর তিনি শাহাদাৎ বরণ করেন। আমরা শুরু থেকেই অবরোধ, শহীদী শপথ, সমাবেশ ও মানববন্ধনসহ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারকে বলেছি, বিচার দ্রুত নিশ্চিত করুন। কিন্তু ১৯ দিনেও সরকার এমন কোনো তথ্য প্রমাণ প্রকাশ করেনি, যা দেখে মানুষ আশ্বস্ত হতে পারে যে সরকার সত্যিই বিচার চায়।

জাবের বলেন, ফয়সাল করিম মাসুদ ও আলমগীর এই খুনের সবচেয়ে ছোট গুটি। তারা টাকার বিনিময়ে খুন করেছে, এটা আমরা জানি। কিন্তু প্রশ্ন হলো, খুনের নির্দেশদাতা কে? পরিকল্পনাকারী কারা? যদি চার্জশিটে শুধু ছোট গুটিদের নাম দেখিয়ে দায় সারার চেষ্টা করা হয়, আর মূল পরিকল্পনাকারীদের আড়াল করা হয়, তাহলে বাংলাদেশের জনগণ সেই চার্জশিট প্রত্যাখ্যান করবে। এটা বিচার নয়, জাতির সঙ্গে প্রতারণা হবে।

সমাবেশ থেকে ৪ দফা দাবি পুনর্ব্যক্ত করে আবদুল্লাহ আল জাবের বলেন, খুনি ও পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে; ১৭ বছর ধরে গুম-খুন ও জুলাই হত্যাকাণ্ডে জড়িত হয়ে ভারতে আশ্রয় নেওয়া অপরাধীদের আন্তর্জাতিক বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠাতে হবে; ভারত সহযোগিতা না করলে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে এবং গোয়েন্দা ও প্রশাসনিক কাঠামোতে সক্রিয় ভারতীয় এজেন্টদের শনাক্ত করে বিচার করতে হবে।

ওসমান হাদিকে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সবচেয়ে সোচ্চার কণ্ঠস্বর ও ঢাকা-৮ আসনের প্রার্থী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তার হত্যা কেবল একজন ব্যক্তির ক্ষতি নয়, এটি এক প্রতিবাদী রাজনৈতিক কণ্ঠস্বরকে স্তব্ধ করার চেষ্টা।

কর্মসূচির রুট সম্পর্কে আয়োজকরা জানান, শাহবাগ থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব, সিটি কলেজ, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়, মিরপুর ১০, উত্তরা বিএনএস সেন্টার, যমুনা ফিউচার পার্ক, বাড্ডা, রামপুরা টিভি সেন্টার ও যাত্রাবাড়ী পার্কসহ ঢাকার ১০টি গুরুত্বপূর্ণ স্পট ঘুরে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মিছিল পুনরায় শাহবাগে ফিরে সমাপনী জমায়েত করবে।

সমাবেশ শেষে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, জুলাইয়ের চেতনায় ন্যায়বিচারের দাবিকে আবারও রাজপথে দৃশ্যমান করুন। এই লড়াই ন্যায় প্রতিষ্ঠার লড়াই। জনগণের আস্থা অর্জন করতে হলে চার্জশিটে সত্য থাকতে হবে, কোনো মুখোশ নয়।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
ফ্যাসিবাদী ব্যবস্থায় আর ফিরে না যাওয়ার জন্যই এবারের গণভোট : আলী রীয়াজ Jan 07, 2026
img
আগামী শনিবার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান Jan 07, 2026
img
খাওয়া-দাওয়ায় খুব বেশি খরচ করতে চান না অক্ষয় খান্না! Jan 07, 2026
img
সজীব ওয়াজেদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম Jan 07, 2026
img
খালেদের ব্যাটিং নজর কাড়লেও জিততে পারেনি সিলেট Jan 07, 2026
img
বিনা অপরাধে আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করতে দেওয়া হবে না: হাবিবুর রহমান Jan 07, 2026
img
ভারতে প্রেমিকার পরিবারের মন জয় করতে প্রেমিকের সাজানো দুর্ঘটনার নাটক! Jan 07, 2026
img
দেবলীনার উপকার করেও সমালোচনার মুখে অভিনেতা সায়ক! Jan 07, 2026
img
সাইফের একাদশে না থাকা নিয়ে নাসিরের মন্তব্য Jan 07, 2026
১৬ বছর বয়সে ওমরের রা.উপদেষ্টা হলেন যিনি Jan 07, 2026
img
চুক্তির মেয়াদ বাড়ল সান্তোসে, নেইমারের চোখ বিশ্বকাপ দলে Jan 07, 2026
img
‘গণভোটের মাধ্যমে রাষ্ট্রের সব কাঠামো সংস্কারের আওতায় আসবে’ Jan 07, 2026
img

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন

জোর করেই গ্রিনল্যান্ড দখলে নেবেন ডোনাল্ড ট্রাম্প? Jan 07, 2026
img
'কোনো অবস্থায় খেজুরের কাঁচা রস খাওয়া যাবে না' Jan 07, 2026
img
ভারতীয়দের জন্য পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ Jan 07, 2026
img
মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ Jan 07, 2026
img
সুন্দরবনে ঘুরতে গিয়ে ঢাবি শিক্ষকের আকস্মিক মৃত্যু Jan 07, 2026
img

সিলেটে মাজার জিয়ারত

২২ জানুয়ারি তারেক রহমানের নির্বাচনি প্রচার শুরু Jan 07, 2026
img
ভূতুড়ে অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী হেমা মালিনী! Jan 07, 2026
img
২ সপ্তাহ ধরে ধাওয়া করা সেই তেলবাহী রাশিয়ান ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র Jan 07, 2026