ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে (৭৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সার্জারি বিভাগের ২২০ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন চিকিৎসক।
তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী তোফায়েল আহমেদ জানান, সন্ধ্যার দিকে হঠাৎ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে ২২০ নাম্বার ওয়ার্ডের চিকিৎসাধীন রয়েছেন তিনি।
তিনি আরও জানান, তার বাম পায়ের আঙুলে পচন ধরেছে সেজন্যই তাকে সার্জারিতে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক শিল্প প্রতিমন্ত্রীকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে ২২০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে তার চিকিৎসা শুরু হয়েছে বলে জানান তিনি।
এসএন