ভেনেজুয়েলা থেকে আবারও অপরিশোধিত তেল কেনার সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা করবে বিশ্বের অন্যতম বৃহৎ পণ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান ট্রাফিগুরা গ্রুপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ বিষয়ে তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলার প্রস্তুতি নিচ্ছে।
বিশ্বের সবচেয়ে বড় ধাতু ব্যবসায়ী এবং দ্বিতীয় বৃহত্তম তেল ব্যবসায়ী ট্রাফিগুরা এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছে। ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া ওই সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির বৈশ্বিক তেল বিভাগের প্রধান বেন লাকক বলেন, ভেনেজুয়েলায় আবার ব্যবসা শুরু করা নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা হবে।
এই মন্তব্য এমন সময় এলো, যখন একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আগে জানিয়েছিল যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে নেওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্র সরকার ভেনেজুয়েলায় সম্ভাব্য ব্যবসা নিয়ে তেল কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করতে যাচ্ছে।
বেন লাকক বলেন, তেল শিল্পে এখন ভেনেজুয়েলা প্রসঙ্গই সবচেয়ে বেশি আলোচিত বিষয়। তার ভাষায়, তেল খাতে থাকা সবাই এখন দেখছে, ভেনেজুয়েলায় কী ধরনের সুযোগ তৈরি হতে পারে।
ভেনেজুয়েলার বিশাল তেলমজুত দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকলেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক অস্থিরতার কারণে সেখানে বড় পরিসরে ব্যবসা কার্যত বন্ধ ছিল। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও যুক্তরাষ্ট্রের অবস্থান বদলের ইঙ্গিতের ফলে এখন আবার তেল কোম্পানিগুলো নতুন করে সম্ভাবনা খতিয়ে দেখতে শুরু করেছে।
বিশ্লেষকরা বলছেন, ট্রাফিগুরার এই উদ্যোগ ভেনেজুয়েলার জ্বালানি খাতে আন্তর্জাতিক কোম্পানিগুলোর ফেরার পথ খুলে দিতে পারে। তবে যুক্তরাষ্ট্রের নীতিগত সিদ্ধান্ত ও নিষেধাজ্ঞাসংক্রান্ত অবস্থানের ওপরই শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করবে।
এমআই/এসএন