মাদুরোর বিরুদ্ধে মাদক কার্টেল সংশ্লিষ্টতার অভিযোগ তুলে নিল যুক্তরাষ্ট্র

মার্কিন বিচার বিভাগ এতদিন ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যে অভিযোগ করে আসছিল, ভেনেজুয়েলায় মার্কিন অভিযান ও মাদুরোর আটকের পর অনেকটা নীরবে সেই অভিযোগ থেকে সরে এসেছে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন মতে, মাদুরো ‘কার্টেল দে লস সোলস’ নামে একটি মাদক পাচার গোষ্ঠী চালান বলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের যে দাবি, বাস্তবে এমন সংগঠনের কোনো অস্তিত্বই নেই। গত বছরের জানুয়ারি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরই ট্রাম্প প্রশাসন মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ভিত্তি তৈরির লক্ষ্যে এই দাবিটি প্রচার করে।

কার্টেল দে লস সোলস যে একটি বাস্তব সংগঠন ছিল এমন ধারণাই বাতিল করেছেন মার্কিন প্রসিকিউটররা। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, কার্টেল দে লস সোলস প্রত্যয়টি আসলে ‘দুর্নীতির সংস্কৃতি’ এবং মাদকের অর্থে পরিচালিত একটি ‘পৃষ্ঠপোষকতা ব্যবস্থার’ ইঙ্গিত দেয়। তবে তারা মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের পরিকল্পনায় অংশ নেয়ার অভিযোগ অব্যাহত রেখেছে।

২০২০ সালের গ্র্যান্ড জুরির অভিযোগের নথিতে কার্টেল দে লস সোলসকে মাদুরোর নেতৃত্বে পরিচালিত একটি ‘সংগঠিত অপরাধী গোষ্ঠী’ হিসেবে চিত্রিত করা হয় এবং বলা হয়, গোষ্ঠীটি বৃহৎ আকারে কোকেন পাচারে জড়িত।

এই দাবিটি কারাকাসের বিরুদ্ধে ওয়াশিংটনের সর্বোচ্চ চাপ দেয়ার নীতির একটি মূল স্তম্ভ হয়ে ওঠে এবং একের পর এক নিষেধাজ্ঞা এবং দেশটির ভূখণ্ডে সামরিক অভিযান চালানোর ন্যায্যতা তৈরির জন্য বারবার উদ্ধৃত করা হয়।

গত বছরের (২০২৫) জুলাই মাসে মার্কিন ট্রেজারি বিভাগ তথাকথিত কার্টেল দেল লস সোলকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। এই পদক্ষেপটি পরে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট সি. ও’ব্রায়েনও সমর্থন করেন।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো ভেনেজুয়েলায় একটি মাদক সাম্রাজ্য গড়ে তুলেছেন। সেখানে মাদক উৎপাদন করে সেগুলো যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। এই অভিযোগে ২০২০ সালে মাদুরোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সেই সঙ্গে তাকে গ্রেফতার বা আটকে সহায়তার জন্য ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করা হয়।

তবে লাতিন আমেরিকার অপরাধ ও মাদকদ্রব্য বিশেষজ্ঞরা ট্রাম্প প্রশাসনের এই অভিযোগ বা দাবি উড়িয়ে দেন। তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন যে, কার্টেল দে লস সোলস বাস্তব কোনো সংস্থা নয়। এটা মূলত ১৯৯০-এর দশকে ভেনেজুয়েলার গণমাধ্যমে ব্যক্তিগত সামরিক কর্মকর্তাদের মধ্যে দুর্নীতি বর্ণনা করার জন্য তৈরি একটি অপবাদমূলক শব্দ, কোনো মাদক পাচার গোষ্ঠী নয়।

ভেনেজুয়েলায় সামরিক আগ্রাসন এবং দেশটির প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণের পর প্রকাশিত সংশোধিত অভিযোগপত্রে এখন এই পার্থক্য প্রতিফলিত হয়েছে। যদিও এতে এখনও তাকে ‘মাদক পাচারের ষড়যন্ত্রে’ অংশ নেয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, তবে কার্টেল দে লস সোলসকে একটি প্রকৃত কার্টেল বা মাদক পাচার গোষ্ঠী হিসেবে বিদ্যমান থাকার দাবি বাতিল করে দেয়া হয়েছে।

গত শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় মার্কিন বাহিনী। ভেনেজুয়েলার উপকূলে কয়েক মাসের সামরিক উপস্থিতি এবং মাদক পাচারের অভিযোগে নৌকায় একের পর এক হামলা করে ১১৫ জন হত্যার এই আগ্রাসন চালানো হয়।

এদিন কারাকাসে তাদের বাসভবন থেকে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করা হয়। এরপর তাদেরকে ভেনেজুয়েলা থেকে হেলিকপ্টারে করে ৩ হাজার ৪০০ কিলোমিটার দূরে নিউইয়র্ক সিটিতে নিয়ে যাওয়া হয়।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির দেয়া তথ্য মতে, মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে ‘মাদক-সন্ত্রাস’সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। মাদুরোকে ব্রুকলিনের একটি কুখ্যাত কারাগারে রাখা হয়েছে। সেখানে ‘মাদক সন্ত্রাস’র অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত সোমবার তাকে আদালতে হাজির করা হয়।

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির ঘটনায় সিসিটিভি ফুটেজে মিলল নতুন তথ্য Jan 08, 2026
img

জকসু নির্বাচন

হাদি-বিশ্বজিত-খালেদা জিয়া ও জুলাই শহীদদের বিজয় উৎসর্গ করলেন ভিপি রিয়াজ Jan 08, 2026
img
মানিকগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা Jan 08, 2026
img
খালেদা জিয়া ছিলেন আধুনিক বাংলাদেশের জনপ্রিয় নেত্রী: আনিসুল হক Jan 08, 2026
img
ফতুল্লায় এক কোটি ২৫ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ১ Jan 08, 2026
img
সিরাজগঞ্জে ৬ ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা Jan 08, 2026
img
দেশপ্রেমের কারণে খালেদা জিয়াকে হাজার বছর মনে রাখবে মানুষ: নুরুজ্জামান লিটন Jan 08, 2026
img
খালেদা জিয়ার দেখানো পথেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে: প্রিন্স Jan 08, 2026
img
আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা Jan 08, 2026
img
জকসুতে শীর্ষ ৩ পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় Jan 08, 2026
img

জুলাই গণঅভ্যুত্থানে সাহসিকতা

সম্মাননা পেলেন বাংলাদেশ টাইমসের দুই সাংবাদিক Jan 08, 2026
img
ইউরোপে অনিয়মিত প্রবেশে শীর্ষ অবস্থানে বাংলাদেশিরা Jan 08, 2026
img
ভেনেজুয়েলায় ট্রাম্প কাণ্ডে ক্ষুব্ধ এরদোয়ান, দিলেন কড়া বার্তা Jan 08, 2026
img
স্বেচ্ছাসেবক দলের নেতার সঙ্গে গুলিবিদ্ধ মাসুদ ঢামেকে Jan 08, 2026
img
বিপিএলে ধারাভাষ্য দিতে আসছেন সাবেক ইংলিশ ব্যাটার Jan 08, 2026
img
জকসুর প্রথম ভিপি হলেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলাম Jan 08, 2026
img
অস্ত্রহাতে ভাইরাল সেই যুবককে গ্রেপ্তার করলো যৌথবাহিনী Jan 08, 2026
img
অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে: এনবিআর চেয়ারম্যান Jan 08, 2026
img

জকুস নির্বাচন

নেতাকর্মীদের ইতিবাচক মানসিকতা ধরে রাখার আহ্বান ছাত্রদল সমর্থিত প্রার্থীর Jan 07, 2026
img
আনন্দবাজারের বরাতে তারেক রহমানকে নিয়ে অসত্য ছড়ালেন শাহরিয়ার কবির Jan 07, 2026