আন্তঃমন্ত্রণালয় তথ্য আদান-প্রদান না হওয়ায় সরকারের ব্যয় বাড়ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক) ফয়েজ আহমদ তৈয়্যব।
মঙ্গলবার (৬৬ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড আয়োজিত ‘বিজনেস স্ট্র্যাটেজিক ডায়ালগ’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আন্তঃমন্ত্রণালয় তথ্য আদান-প্রদান না হওয়ায় একই কাজ একাধিকবার করতে হচ্ছে। যার কারণে সরকারের ব্যয় বাড়ছে।
একই অনুষ্ঠানে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বন মনিটরিংয়ে স্যাটেলাইটের ব্যবহার করবে তার মন্ত্রণালয়। এসময় অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, স্যাটেলাইটের মাধ্যমে শুধু যোগাযোগ, সম্প্রচার, টেলিযোগাযোগ, ইন্টারনেট সেবা সম্প্রসারণ নয় দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
এসময় বক্তারা নিজস্ব স্যাটেলাইটের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কাজ করতে সব মন্ত্রণালয় ও সংস্থার প্রতি আহ্বান জানান।
এবি/টিকে