কুমিল্লার চান্দিনায় অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ও মঙ্গলবার (৬ জানুয়ারি) চান্দিনা বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর।
মঙ্গলবার বিকেলে উপজেলার মাধাইয়া ইউনিয়নের বাখরাবাদ এলাকার মেসার্স সিকদার এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে প্রয়োজনের তুলনায় বেশি গ্যাস সিলিন্ডার পায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই প্রতিষ্ঠানের মালিক মিজানুর রহমান সিকদারকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে সোমবার মাধাইয়া বাজারের জসিম এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক জসিম উদ্দিন, সাইদুল এন্টারপ্রাইজের মালিক সাইদুল ইসলাম, পারভেজ এন্টারপ্রাইজের মালিক মো. ফয়েজ, চান্দিনা বাজারের ফরহান স্যানিটারি ও গ্যাসের মালিক মো. আজাদকে পৃথকভাবে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর জানান, বাজারে এলপিজি সিলিন্ডারের কৃত্রিম সংকট তৈরি এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধ মজুদ রাখার অপরাধে ৫ জন ব্যবসায়ীকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এসএস/টিকে