আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫। এ পরীক্ষাকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়ায় পরীক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
মঙ্গলবার (৬ জানুয়ারি) অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্পূর্ণ স্বচ্ছতা ও ডিজিটাল প্রক্রিয়ায় এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
পার্বত্য তিন জেলা বাদে সারা দেশে ৯ জানুয়ারি শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, রোল নম্বর নির্ধারণ, আসন বিন্যাস, প্রশ্নপত্র মুদ্রণ, উত্তরপত্র মূল্যায়ন এবং ফলাফল প্রস্তুতের যাবতীয় কাজ সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করা হয়। ফলে এখানে মানবিক হস্তক্ষেপ বা দুর্নীতির সুযোগ নেই।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় কেন্দ্রগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি প্রশ্ন ফাঁস বা জালিয়াতি রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে পড়ে কোনো প্রকার অর্থ লেনদেন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। কেউ চাকরির প্রতিশ্রুতি দিলে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্পষ্ট করেছে, নিয়োগ বিধি অনুসরণ করে শতভাগ নিরপেক্ষতার সাথে এই পরীক্ষা নেওয়া হবে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের ভিত্তিহীন প্রচারণা বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য পরীক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এবি/টিএ