ইইউসহ ৫ সংস্থা ও ৩০ দেশকে নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণের জন্য ৩০টি দেশের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নসহ পাঁচটি আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

২০০৮ সালের পর আসন্ন নির্বাচনে সবচেয়ে বেশি বিদেশি পর্যবেক্ষক অংশ নেবেন বলে আশা করছে কমিশন।

ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানায়, এরই মধ্যে বিভিন্ন দেশ ও সংস্থার কাছে আসন্ন সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। কোন কোন দেশ ও সংস্থা এতে অংশ নেবে তা শিগগিরি চূড়ান্ত হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে প্রায় ১৮ বছর এবারের নির্বাচনে বড় পরিসরে বিদেশি পর্যবেক্ষকরা অংশ নিতে নেবেন।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের (ইইউইওএম) প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভারস আইজাবস আগামী বৃহস্পতিবার ঢাকায় আসছেন। পাঁচ দিনের সফরের তিনি প্রধান উপদেষ্টা ছাড়াও প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করবেন। এর পাশাপাশি আইভারস আইজাবস বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি, নাগরিক সমাজ, বিদেশি কূটনীতিক এবং অংশীজনদের সঙ্গে নির্বাচনের নিয়ে মত বিনিময় করবেন।

আসন্ন নির্বাচনে ইইউইওএমের পক্ষ থেকে সব মিলিয়ে এবার ১৭৭ জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে যুক্ত থাকবে। 

ইউরোপের এসব পর্যবেক্ষক দলে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং ঢাকায় কর্মরত ইউরোপীয় মিশনের প্রতিনিধিরাও যুক্ত হবেন। ইউরোপের নির্বাচন পর্যবেক্ষক দলের অগ্রবর্তী প্রতিনিধিরা গত ২৯ ডিসেম্বর ঢাকায় এসেছেন। ১০ সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইইউইওএমের উপ প্রধান ইন্তা লাস।

ইসি ইইউ, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই), কমনওয়েলথসহ পাঁচটি আন্তর্জাতিক সংস্থাকে বিদেশি নির্বাচন পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন চিঠি পাঠিয়ে দিয়েছেন। এরই অংশ হিসেবে গত ১১ ডিসেম্বর তিনি নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠাতে ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র বিষয়ক এবং নিরাপত্তা নীতি উচ্চ প্রতিনিধি এবং ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসকে অনুরোধ জানিয়েছেন। চারদিন পর ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভারস আইজাবসের নেতৃত্বে বাংলাদেশে নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠানোর ঘোষণা দেন। বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণের জন্য  ইইউ, ইসি ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি প্রশাসনিক চুক্তি ইতোমধ্যে সই হয়েছে। এই চুক্তির আওতায় ইইউ নির্বাচন পর্যবেক্ষণ করবে।

ডিসেম্বরে আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি ৩০ টি দেশকে নির্বাচনী পর্যবেক্ষক পাঠাতে ইসি আমন্ত্রণ জানিয়েছে। এসব দেশের তালিকায় রয়েছে ফ্রান্স, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, তুরস্ক,রাশিয়া, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নবম পে-স্কেলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ! Jan 08, 2026
img
ডিভোর্সের ১১ মাস পর নতুন ইঙ্গিত, ফের কাছাকাছি চাহাল-ধনশ্রী Jan 08, 2026
img
এবার কলকাতা উপ-হাইক‌মিশনেও ভিসা সেবা বন্ধ করল বাংলাদেশ Jan 08, 2026
img
বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বন্ধ প্রশিক্ষণ কক্ষে অগ্নিকাণ্ড Jan 08, 2026
img
রাতে খাওয়া বন্ধ করলে কি ওজন কমে? Jan 08, 2026
img
৫ বছর গুম থাকলে সম্পত্তি বণ্টনের আদেশ দিতে পারবেন ট্রাইব্যুনাল Jan 08, 2026
img
কোয়েলের ডিম খেলে কী হয়? Jan 08, 2026
img
জেনে নিন প্রতিদিন একটি করে আপেল খাওয়ার উপকারিতা Jan 08, 2026
img
যুক্তরাষ্ট্রের নির্দেশনায় চলবে ভেনেজুয়েলা, দেশটির তেলও বিক্রি করবে তারা Jan 08, 2026
img

জকসুতে বড় জয়

মসজিদে শিবিরের শুকরিয়ার নামাজ, মোনাজাতে কান্নায় ভেঙে পড়লেন নেতাকর্মীরা Jan 08, 2026
img
আসিফ মাহমুদের মিথ্যাচারের প্রতিবাদে মুরাদনগরে ঝাড়ু মিছিল Jan 08, 2026
img
বরিশালে বহিষ্কৃত ৩ নেতাকে দলে ফেরাল বিএনপি Jan 08, 2026
img
এসএ টোয়েন্টিতে প্রথম হ্যাটট্রিকের রেকর্ড গড়ল এনগিডি Jan 08, 2026
img
নওগাঁয় বিএনপি প্রার্থীকে শোকজ Jan 08, 2026
নিজের আয় ও সম্পদ নিয়ে যে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম Jan 08, 2026
যুক্তরাষ্ট্রের হুমকিকে হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই মেক্সিকোকে স্টেফানি ব্রিউয়ার Jan 08, 2026
ভারতীয় পর্যটকদের জন্য ভিসা স্থগিত করল বাংলাদেশে Jan 08, 2026
ভেনেজুয়েলা ইস্যুর পর কি তাইওয়ান দখলে উদ্বুদ্ধ হবে চীন? Jan 08, 2026
img
জকসুর একমাত্র হল সংসদে ছাত্রীসংস্থার জয় Jan 08, 2026
ভাসানীর কবর জিয়ারত দিয়ে ঢাকার বাইরে সফর শুরু তারেক রহমানের Jan 08, 2026