মোংলায় পৌষের তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সাগর ও সুন্দরবনঘেঁষা এই উপকূলীয় এলাকায় গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ ক্রমেই বাড়ছে। ঘন কুয়াশায় আচ্ছন্ন আকাশ ও চারপাশ, যেন চোখের সামনে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। কুয়াশার কারণে সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে, আর নদীপথে নেমে এসেছে চরম ঝুঁকি।
ঘন কুয়াশায় নদী ঢেকে যাওয়ায় দৃষ্টিসীমা প্রায় শূন্যের কোঠায়। এমন পরিস্থিতিতেও শতশত কর্মজীবী মানুষ জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে খেয়া পারাপার হচ্ছে। কুয়াশার প্রভাবে মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস ও পরিবহণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বড় নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এই প্রচণ্ড শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। সড়কে গাড়ি চালাতে গিয়ে শীতের তীব্রতায় কাবু হচ্ছেন চালকরা, আর নদীতে তীব্র শীত উপেক্ষা করে নৌযান চালাচ্ছেন মাঝিরা। শীত ও কুয়াশার এই চরম পরিস্থিতিতে মোংলার স্বাভাবিক জীবনযাত্রা কার্যত স্থবির হয়ে পড়েছে।