গত কয়েকদিন থেকে জয়পুরহাটে সূর্যের দেখা মিলছে না। রাতে ও সকালে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। দিনে পুরো আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। হাড়কাঁপানো শীতে জনজীবন হয়ে পড়েছে স্থবির।
বিশেষ করে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের কষ্ট বেড়েছে। শীতের কারণে মাঠে কাজ করতে পারছে না শ্রমজীবী মানুষরা।
গত কয়েকদিনের তুলনায় আজ বুধবার ভোর থেকে ঘন কুয়াশায় আকাশ ঢেকে আছে। সেই সঙ্গে বইছে হিমেল হাওয়া।
সকাল ৯টা পর্যন্ত পুরো আকাশ ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকায় হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে হালকা ও ভারি যানবাহনগুলো। হিমেল বাতাসে হাড়কাঁপানো শীতের কারণে মানুষ ঘরমুখো হয়ে পড়েছে। এতে কষ্ট বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, জয়পুরহাটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ৬.১০ ডিগ্রি সেলসিয়াস।
এমআই/এসএন