কিছু কিছু ছবির সংলাপ বা গান দর্শকের মনে বিশেষ ছাপ ফেলে। ঠিক সেভাবেই কিন্তু ‘ধুরন্ধর’ ছবিতে ব্যবহৃত র্যাপ গানটিও একইভাবে দর্শকের মনে ছাপ ফেলেছে। অক্ষয় খান্নার অভিনব ডান্স স্টেপ এই গানে বিশেষ মাত্রা পেয়েছে। যা ইতিমধ্যেই সর্বত্র ভাইরাল। এবার ‘ধুরন্ধর ২’-তেও বাহরিয়ান র্যাপারের গান ব্যবহার করা হবে বলে খবর। যা নিয়ে মুখ খুলেছেন খোদ গায়ক, যাঁর আসল নাম হুসাম আসিম।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে এই নিয়ে বাহরিয়ান র্যাপার মুখ খুলেছেন। তিনি বলেন, “সত্যি বলতে এটা দারুণ একটা বিষয়। আমার স্বপ্নপূরণ হয়েছে বলা যেতে পারে। মানুষ যেভাবে আমার এই গানকে ভালোবাসা দিয়েছে তা সত্যিই বলে বোঝাতে পারব না। আমি আপ্লুত। প্রত্যেক দর্শক-শ্রোতা যেভাবে এই গানকে গ্রহণ করেছে তাতে আমি ভীষণ খুশি হয়েছি।”
একইসঙ্গে তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে, ইতিমধ্যেই ‘ধুরন্ধরের সিক্যুয়েলের ঘোষণা হয়ে গিয়েছে। সেখানেও কি এই গান ব্যবহার করা হবে? সরাসরি হ্যাঁ না বললেও তিনি বলেন, আমি এটা নিয়ে এই মুহূর্তে বিশদে কিছু বলতে চাই না। কারণ আমি সবাইকে নতুন চমক দিতে চাই। তবে এটুকু বলতে পারি কিছু একটা স্পেশাল থাকবে দর্শকের জন্য।”
আর এখান থেকেই সকলের মনে এই ধারণা স্পষ্ট হয়েছে যে ছবির সিক্যুয়েলেও থাকবে Fa9la-এর জনপ্রিয় র্যাপ গান। এখন সবটাই অপেক্ষা। উল্লেখ্য, ‘রহমান ডাকাত’ চরিত্রে অক্ষয় খান্নার গ্র্যান্ড এন্ট্রি বিপুল জনপ্রিয়তা পেয়েছে। সবকিছু মিলিয়ে এই গান এক অন্যমাত্রা যোগ করেছে বিনোদুনিয়ায়।