ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারের ওপর কঠোর শর্ত আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী, দেশটিকে চীন, রাশিয়া, ইরান ও কিউবার সঙ্গে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। এসব শর্ত মানা হলেই কেবল ভেনেজুয়েলাকে অতিরিক্ত তেল উত্তোলনের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
আজ (৭ জানুয়ারি) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এবিসি নিউজ জানিয়েছে, ট্রাম্প প্রশাসন চায় ভেনেজুয়েলা তেল উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে একচেটিয়াভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বে যাবে। পাশাপাশি ভারী অপরিশোধিত তেল বিক্রির ক্ষেত্রে মার্কিন স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।
একটি সূত্রের ভাষ্য অনুযায়ী, প্রথমত, ভেনেজুয়েলাকে চীন, রাশিয়া, ইরান ও কিউবাকে দেশ থেকে সরিয়ে দিয়ে সব অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। দ্বিতীয়ত, তেল উৎপাদনে যুক্তরাষ্ট্রের সঙ্গে একচেটিয়া অংশীদারিত্ব গড়ে তুলতে হবে এবং ভারী অপরিশোধিত তেল বিক্রির ক্ষেত্রে আমেরিকার পক্ষ নিতে হবে।
গত সপ্তাহে সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশ থেকে সরিয়ে দেওয়ার পর দেশটিতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। এরপর ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার পরিস্থিতির প্রকৃত নিয়ন্ত্রণ তার হাতেই রয়েছে।
এবিসি নিউজ জানায়, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার নতুন নেতৃত্বকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। মার্কিন শর্ত মেনে নিলে তবেই দেশটি নিজস্ব তেল মজুদ থেকে উৎপাদন বাড়ানোর সুযোগ পাবে।
এসকে/টিএ