সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস লিবারেল পার্টির নেতারা।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় নিউ সাউথ ওয়েলস লিবারেল পার্টির বিরোধী দলীয় নেতা ও সংসদ সদস্য ডেমেইয়েন টিউডহোপ এবং হোলস্ ওয়ার্দির সংসদ সদস্য টিনা আইয়ার্ড শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন প্রভাবশালী এবং আপসহীন ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ সময় জনসেবা এবং দেশের উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। শোকবার্তায় তারা খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকবিহ্বল বিএনপি নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধারণের শক্তি প্রার্থনা করেন।
মার্কিন হুমকি মোকাবিলায় কতটা প্রস্তুত লাতিন আমেরিকামার্কিন হুমকি মোকাবিলায় কতটা প্রস্তুত লাতিন আমেরিকা
অবশেষে ভেনেজুয়ালার তেল নিজেদের কব্জায় নিলো যুক্তরাষ্ট্রঅবশেষে ভেনেজুয়ালার তেল নিজেদের কব্জায় নিলো যুক্তরাষ্ট্র
বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার প্রয়াণে প্রবাসে থাকা বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে। অস্ট্রেলিয়ার এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের শোক প্রকাশ মূলত তার রাজনৈতিক প্রভাব ও আন্তর্জাতিক পরিচিতিরই প্রতিফলন।
এসএন