উত্তর আটলান্টিকে দীর্ঘ দুই সপ্তাহ ধাওয়া করার পর ভেনেজুয়েলার সাথে সম্পর্কযুক্ত একটি রাশিয়ান পতাকাবাহী তেল ট্যাংকার আটক করেছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন কর্মকর্তাদের দাবি, ট্যাংকারটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তেল পরিবহন করছিল।
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি লেখেন, পৃথিবীর যেকোনো জায়গায় অনুমোদিত ও অবৈধ ভেনেজুয়েলার তেলের উপর নিষেধাজ্ঞা সম্পূর্ণ কার্যকর রয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, এই বিশেষ অভিযানটি মার্কিন কোস্টগার্ড এবং সামরিক বাহিনীর যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আরটি (RT) জানিয়েছে, মার্কিন বাহিনী একটি হেলিকপ্টার ব্যবহার করে 'মেরিনেরা' নামের ওই তেল ট্যাংকারে অবতরণ করে। তারা একটি ছবিও প্রকাশ করেছে যেখানে জাহাজটির খুব কাছে একটি বিমানকে চক্কর দিতে দেখা যায়।
আরটি-র প্রতিবেদনে একটি সূত্রের বরাত দিয়ে আরও বলা হয়, ঝড়ের কবলে থাকা সত্ত্বেও মার্কিন কোস্টগার্ডের একটি জাহাজ ট্যাঙ্কারটিকে ক্রমাগত অনুসরণ করছিল এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই এটি জব্দ করার চেষ্টা চালানো হয়। মূলত মার্কিন সামুদ্রিক "অবরোধ" পেরিয়ে যাওয়ার চেষ্টার সময়ই এই অভিযান চালানো হয়।
জব্দকৃত জাহাজ 'মেরিনেরা' আগে 'বেলা-১' নামে পরিচিত ছিল। মার্কিন কর্মকর্তাদের মতে, এই ট্যাংকারটি তথাকথিত 'ছায়া নৌবহর' এর অংশ। অভিযোগ রয়েছে, এই নৌবহরটি দীর্ঘ দিন ধরে মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ভেনেজুয়েলা, রাশিয়া এবং ইরানের মতো দেশগুলোতে গোপনে তেল পরিবহন করে আসছে।
তথ্যসূত্র: রয়টার্স।
আইকে/টিএ