প্রেমিকার পরিবারের কাছে নিজেকে নায়ক ও দায়িত্বশীল প্রমাণ করার নেশায় এক ভয়ঙ্কর পরিকল্পনা ফেঁদেছিলেন ভারতের কেরালা রাজ্যের এক যুবক। সিনেমার চিত্রনাট্যকেও হার মানানো এই পরিকল্পনায় নিজের প্রেমিকাকেই পরিকল্পিত সড়ক দুর্ঘটনার শিকার বানান তিনি। উদ্দেশ্য ছিল, দুর্ঘটনার পর প্রেমিকাকে উদ্ধার করে হিরো সাজবেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রেমিকের নাম রঞ্জিত রাজন (২৪)। রঞ্জিত তার প্রেমিকার পরিবারের চোখে নিজেকে একজন দায়িত্বশীল ও সাহসী পাত্র হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন।
এই উদ্দেশ্য হাসিলের জন্য তিনি তার বন্ধু আজাসকে নিয়ে একটি সাজানো দুর্ঘটনার পরিকল্পনা করেন। পরিকল্পনা ছিল, আজাস ওই তরুণীকে ধাক্কা দেবে এবং রঞ্জিত সঠিক সময়ে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করবেন। কিন্তু বিধিবাম, বীর সাজার বদলে এখন কারাগারে ঠাঁই হয়েছে সেই প্রেমিক ও তার সহযোগীর।
ঘটনাটি ঘটে গত ২৩ ডিসেম্বর সন্ধ্যায়। ওই তরুণী যখন স্কুটার চালিয়ে যাচ্ছিলেন, তখন পরিকল্পনা অনুযায়ী আজাস একটি গাড়ি নিয়ে তাকে অনুসরণ করতে থাকেন। পাথানামথিটার কাছে নির্জন এলাকায় সুযোগ বুঝে আজাস ইচ্ছাকৃতভাবে তরুণীর স্কুটারে সজোরে ধাক্কা দেন। এতে ছিটকে রাস্তায় পড়ে যান ওই তরুণী। ধাক্কা দেওয়ার পর আজাস দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এর কিছুক্ষণ পরেই সিনেমার নায়কের মতো অন্য একটি গাড়িতে ঘটনাস্থলে হাজির হন রঞ্জিত। তিনি দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন এবং স্থানীয়দের সহায়তায় ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু এই নাটকীয় দুর্ঘটনায় ওই তরুণীর ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটি আঙুল ভেঙে যায়।
দুর্ঘটনার পর রঞ্জিত নিজেকে ওই তরুণীর স্বামী হিসেবে পরিচয় দিয়ে স্থানীয়দের বিভ্রান্ত করেন। তিনি এমনভাবে আচরণ করছিলেন যেন তিনি তার স্ত্রীর জীবন বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছেন।
কিন্তু ঘটনার পারিপার্শ্বিকতা এবং দুর্ঘটনার ধরন দেখে পুলিশের সন্দেহ হয়। তদন্তে নামলে পুলিশ সিসিটিভি ফুটেজ ও কল রেকর্ড বিশ্লেষণ করে রঞ্জিত ও আজাসের যোগসাজশ খুঁজে পায়।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, পুরো ঘটনাটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত। রঞ্জিত ভেবেছিলেন, এই ঘটনার মাধ্যমে তিনি প্রেমিকার পরিবারের সহানুভূতি ও প্রশংসা অর্জন করবেন। কিন্তু তার এই অপরিণামদর্শী পরিকল্পনা একটি নিরপরাধ মেয়ের জীবন বিপন্ন করে তুলেছে। পুলিশ জানিয়েছে, এই কর্মকাণ্ড কেবল কর্তৃপক্ষকেই বিভ্রান্ত করেনি, বরং জনমনে অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি করেছে এবং জরুরি সেবার অপচয় ঘটিয়েছে।
জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করেছেন। পুলিশ এই ঘটনাকে নিছক দুর্ঘটনা নয়, বরং হত্যার চেষ্টা হিসেবে গণ্য করছে। রঞ্জিত রাজন ও আজাসের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করা এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে দুজনই পুলিশ হেফাজতে রয়েছেন।
তথ্যসূত্র: গালফ নিউজ।
এমকে/টিএ