সঙ্গীতশিল্পী ও ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী সামাজিক মাধ্যমে হাসিখুশি ফ্রেমের আড়ালে মানসিক যন্ত্রণায় এখনও ভুগছেন। দাম্পত্যের টানাপোড়েনে নিজেকে শেষ করার মতো পরিস্থিতিতে পড়েছিলেন তিনি। তবে সময়মতো চিকিৎসা নেওয়ায় জীবন বেঁচে গিয়েছে। বর্তমানে দেবলীনা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।
বুধসন্ধ্যায় হাসপাতালেই দেবলীনা নন্দীকে দেখতে এসেছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। দীর্ঘদিনের পরিচিতি ও বিনোদুনিয়ার বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে সুসম্পর্কের সূত্রে বিধায়কের এই পদক্ষেপ। হাসপাতালে উপস্থিত মদন মিত্র দেবলীনার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন, মানসিক জোর দেওয়ার পাশাপাশি চিকিৎসকদের পরামর্শ মেনে চলার গুরুত্বও বুঝিয়ে দেন।
মদন মিত্র জানিয়েছেন, দেবলীনা বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানেই আছেন। মানসিক চাপ এড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মোবাইল ব্যবহার সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। গান গাইতে পারলেও, এই মুহূর্তে তাঁর মানসিক সুস্থতাকেই অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। সুস্থ হয়ে তিনি যাতে কামারহাটিতে অনুষ্ঠান করতে পারেন, সেই আমন্ত্রণও বিধায়ক জানিয়েছেন।
শুধু তাই নয়, সামাজিক মাধ্যমে লাগাতার ট্রোলিংয়ের প্রতিবাদও জানিয়েছেন মদন মিত্র। তিনি কড়া বার্তা দিয়েছেন, “এত বড় পৃথিবীতে কিছু জন্তু থাকবে না? আমাকে নিয়ে ট্রোল করলেও আমি খুশি হই। মানুষের গ্রহণযোগ্যতা যত বেড়ে, ততই শক্তি বৃদ্ধি পায়।”
এই ভ্রমণ ও সমর্থন দেবলীনার জন্য মানসিক শক্তি ও আশার সঞ্চার করেছে। বর্তমানে তাঁর পরিবারের এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া চলছে।
আরপি/টিকে