অভিনেতা অভিমন্যু সিংয়ের বাড়িতে একটি বড়সড় চুরির ঘটনায় ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভারতের মুম্বাই পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তের কাছ থেকে প্রায় ১.৩৭ কোটি রুপি মূল্যের চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে। বুধবার এই তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
জানা গেছে, ধৃতের নাম মনোজ মোহন রাঠোর।
তিনি পালঘর জেলার বাসিন্দা। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, মোহনের বিরুদ্ধে আগেও একাধিক চুরির মামলা রয়েছে। মুম্বাই ও আশপাশের এলাকায় নথিভুক্ত অন্তত ১৪টি চুরির ঘটনার সঙ্গে তাঁর যোগসূত্র থাকার সন্দেহ করা হচ্ছে।
২৯ ও ৩০ ডিসেম্বরের মাঝরাতে আন্ধেরি ওয়েস্টের লোখান্ডওয়ালায় অবস্থিত অভিমন্যুর বাংলোয় চুরির ঘটনাটি ঘটে।
পুলিশের মতে, অভিযুক্ত বাথরুমের জানালা দিয়ে বাড়িতে ঢোকে। এরপর নগদ টাকা, সোনা, হীরা ও রুপার গয়না চুরি করে পালায় সে। এমনকি যেসব মূল্যবান সামগ্রী একটি সেফের মধ্যে রাখা ছিল, সেই সেফটিও তুলে নিয়ে যায়।
এই ঘটনায় অভিমন্যুর ৮২ বছর বয়সি মা থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে ডিজিটাল তথ্য ও লোকেশন সংক্রান্ত সূত্র বিশ্লেষণ করে সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়।
পালঘরের একটি এলাকায় টানা দু’দিন নজরদারি চালানোর পর মঙ্গলবার মুম্বাই পুলিশের একটি দল মনোজ মোহনকে গ্রেপ্তার করে। জেরার সময় অভিযুক্ত নাকি জানিয়েছে, চুরি করা গয়নার একাংশ সে একজন জুয়েলারকে দিয়েছিল এবং বাকি সামগ্রী নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
এই তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মোট প্রায় ১.৩৭ কোটি টাকা মূল্যের চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মোহনের বিরুদ্ধে অন্য চুরির মামলাগুলির সঙ্গেও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আরও কোনও জিনিস উদ্ধার সম্ভব কি না, সে বিষয়েও তদন্ত চলছে।
অভিমন্যু একজন বহুমুখী অভিনেতা, যিনি মূলত তাঁর শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত। হিন্দি, তেলুগু এবং তামিল ছবিতে নেতিবাচক ও বাস্তবধর্মী চরিত্রে অভিনয় করে তিনি আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। বিহারে জন্ম নেওয়া অভিমন্যু থিয়েটার ও টেলিভিশনের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘অক্ষ’ দিয়ে তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করেন।
২০০৯ সালে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘গুলাল’ ছবিতে অভিনয় করে তিনি বিশেষ প্রশংসা কুড়ান, যা তাঁর কেরিয়ারে গুরুত্বপূর্ণ মোড় এনে দেয়। এছাড়াও ‘রক্ত চরিত’, ‘রাম-লীলা’, ‘সূর্যবংশী’, ‘বচ্চন পাণ্ডে’, ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘এল২: এমপুরান’, ‘দেবরা’ -সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি।
আরপি/টিকে