বলিউডের অন্দরমহলে সম্পর্ক, বিচ্ছেদ আর তিক্ততার গল্প নতুন নয়। তবে কিছু মন্তব্য সময় পেরিয়েও ফিরে ফিরে আলোচনায় আসে। তেমনই এক পুরনো মন্তব্য ঘিরে আবারও চর্চায় অভিনেত্রী রাবিনা ট্যান্ডন, যেখানে উঠে আসে অজয় দেবগন ও কারিশ্মা কাপূরের নাম।
এক সময় ইন্ডাস্ট্রির অন্দরে জোর গুঞ্জন ছিল, অজয় দেবগনের সঙ্গে সম্পর্কে রয়েছেন রাবিনা ট্যান্ডন। একসঙ্গে কাজও করেছিলেন তাঁরা। সেই সময়ের স্মৃতি টানতে গিয়ে রাবিনা নিজেই এক সাক্ষাৎকারে জানান, এই সম্পর্ক ভেঙে যায় কারিশ্মা কাপূরের কারণে। অভিযোগ ছিল, কারিশ্মার জন্যই নাকি রাবিনার সঙ্গে প্রতারণা করেন অজয়। যদিও এই প্রসঙ্গে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেতা।
সম্পর্ক ভাঙার পর ক্ষোভ আর হতাশা যে রাবিনার কথায় ছাপ ফেলেছিল, তা তাঁর একটি মন্তব্যেই স্পষ্ট হয়ে ওঠে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কারিশ্মা অজয়কে নিজের কাছেই রাখুন, তাঁর আর কোনও আগ্রহ নেই। এরপরই তিনি এমন একটি মন্তব্য করেন, যা আজও বিতর্কের কেন্দ্রে। রাবিনা বলেন, ভবিষ্যতে যদি করিশ্মা ও অজয়ের সন্তান হয়, তবে তাদের দেখতে হবে জেব্রার মতো। এই কথাই তখন তীব্র সমালোচনার ঝড় তোলে।
রাবিনার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তাঁর অনুরাগীরাও বিস্মিত হন। অনেকেই বিশ্বাস করতে পারেননি, এতটা কটু কথা তিনি বলতে পারেন। যদিও সে সময় রাবিনা নিজের প্রেমজীবন নিয়ে বরাবরই খোলামেলা ছিলেন। এর আগেও অক্ষয় কুমারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চর্চা কম হয়নি। বাগদান পর্যন্ত গড়ালেও শেষ পর্যন্ত সেই সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রবিনাই।
সময় বদলেছে, বদলেছে সম্পর্কের সমীকরণও। কারিশ্মা ও অজয় আজ নিজেদের জীবনে আলাদা পথে হাঁটছেন। রাবিনাও সংসার ও অভিনয়ের মাঝে নিজের জায়গা তৈরি করেছেন। তবু অতীতের সেই একটি মন্তব্য যেন বারবার মনে করিয়ে দেয়, বলিউডের ঝলমলে পর্দার আড়ালেও সম্পর্কের ক্ষত কতটা গভীর হতে পারে।
আরপি/টিকে