পটুয়াখালীর বাউফলে ধানবোঝাই ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ইজিবাইক চালক মোতালেব হোসেন (১৯) নিহত হয়েছেন এবং ইজিবাইকের দুজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে গেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বাউফল-দশমিনা সড়কের কালাইয়া ইউনিয়নের সরদার বাড়ি সামনে এ দুর্ঘটনা ঘটে। ইজিবাইক চালক মোতালেব হোসেন দশমিনা উপজেলার বগুড়া গ্রামের বাসিন্দা জালাল মেকারের ছেলে। আহত আসাদুল ইসলাম ও বশার হোসেন একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ব্যাটারিচালিত ইজিবাইকে দুজন যাত্রী নিয়ে কালাইয়া থেকে দশমিনা যাচ্ছিলেন মোতালেব হোসেন। পরে সরদার বাড়ির সামনে পৌঁছালে দশমিনা থেকে ছেড়ে আসা ধানবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ইজিবাইকটির।
এতে ঘটনাস্থলেই চালক মোতালেব মারা যান। আহত যাত্রীদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
এ বিষয়ে বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। মোতালেব হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে, মরদেহের ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
আইকে/টিএ