বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পী এ আর রহমানের কথায় অনুপ্রেরণার ছোঁয়া। তার বক্তব্য স্পষ্ট কোনও লক্ষ্য অর্জন করতে হলে কঠোর পরিশ্রম অপরিহার্য। চেষ্টা ছাড়া কোনো সাফল্য আসে না, এমনটাই মনে করেন লিসু সঙ্গীতের জাদুকর। এ আর রহমানের জীবন ও কর্মই এই দর্শনের সেরা উদাহরণ।
ছোটবেলা থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছানো পর্যন্ত, প্রতিটি পদক্ষেপে পরিশ্রম ও অধ্যবসায়ের ছাপ রেখেছেন তিনি।
শিল্পী হিসেবে তার যাত্রা প্রমাণ করে যে, প্রতিভা থাকলেই হয় না, তা জীবনে কাজে লাগাতে হলে নিয়মিত চর্চা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম জরুরি।
সঙ্গীতশিল্পীদের জন্য তাঁর এই বক্তব্য এক মাইলফলক, যা শুধু অনুপ্রেরণা নয়, বাস্তব সফলতার সূত্রও হিসেবে কাজ করে।
পিআর/এসএন