শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও সাশ্রয়ী জ্বালানি ব্যবহার করে রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানকে আরো লাভজনক ও টেকসই করা হবে। শুক্রবার সকালে (৯ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কারখানা পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সিমেন্টের জন্য ক্লিংকার ইমপোর্ট করতে হয় সীমান্তের ওপার থেকে। সীমান্তের ওপার থেকে আসার আমাদের কানেকশন আটকে ছিল।
এখন চালু হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কাজ শুরু হলে সিমেন্ট ফ্যাক্টরি আরো অনেক এগিয়ে যাবে। আশা করি এই সরকারের সময়েই এই উন্নয়ন কাজ শুরু হবে।
শিল্প উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থান আমাদের যে পথ দেখিয়েছে, সেই পথ অনুসরণ করেই আগামীর নির্বাচিত সরকার দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন শিল্পকারখানা স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।’
পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, বিসিআইসির চেয়ারম্যান মো. ফজলুর রহমান, এলজিইডির প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা, ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রহমান প্রমুখ।
কেএন/টিকে