অতীতের মতো কেউ জনগণকে আসন্ন নির্বাচনে ভোটদানে বাধা প্রদান কিংবা ভয়ভীতি প্রদর্শনের সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটি উৎসবে পরিণত হবে। এদিন ঈদ কিংবা পূজার মতো উৎসবের আমেজে জনগণ ভোটে অংশগ্রহণ করবে এবং নির্ভয়ে ও বিনা বাধায় নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেবে। অতীতের মতো কেউ জনগণকে ভোটদানে বাধা প্রদান কিংবা ভয়ভীতি প্রদর্শনের সুযোগ পাবে না।
শুক্রবার (৯ জানুয়ারি) দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের চার নং ওয়ার্ডের চইন খইরপাড়ায় গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি’ শীর্ষক এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় দিনাজপুর জেলা তথ্য অফিস এই উঠান বৈঠক আয়োজন করে।
ফাওজুল কবির খান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে একটি উৎসব। ফলাফল যাই হোক না কেন, নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে। জয়ী এবং পরাজিত উভয়েই অভিনন্দন জানাবে একে অপরকে।
এ সময় গণভোট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এবারের গণভোট হবে সংস্কারের জন্য, যার মাধ্যমে গড়ে উঠবে আগামীর নতুন বাংলাদেশ।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল বিশেষ অতিথির বক্তব্যে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কীভাবে ভোট দিতে হবে, সংস্কারের বিষয়, কীভাবে জুলাই সনদ বাস্তবায়িত হবে ও গণভোটের চারটি প্রশ্নের খুঁটিনাটি বিষয় আলোকপাত করেন। এ সময় দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই সবাইকে ভোট প্রদানের আহ্বান জানান তিনি।
দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের পরিচালক মো. মনিরুজ্জামান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি) মীর মো. আসলাম উদ্দিন, পরিচালক (প্রশাসন) সৈয়দ এ মু’মেন, উপপরিচালক নাসিমা খাতুন, উপপরিচালক কাজী শাম্মিনাজ আলম, উপপরিচালক গাজী শরীফ ইয়াসমিন, সহকারী পরিচালক মাসরিয়াত জাহান বর্ষা ও দিনাজপুরের জেলা তথ্য অফিসার সাদিয় আফরিন শেফা।
আরআই/টিকে