তাঁর সুরেলা কণ্ঠে মুগ্ধ প্রজন্মের পর প্রজন্ম। দু’দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সঙ্গীতজগতে নিজের জায়গা অটুট রেখেছেন তিনি। বিশ্বজোড়া খ্যাতি, আন্তর্জাতিক মঞ্চ—সবকিছুর মাঝেও আজও একেবারে মাটির কাছেই রয়ে গিয়েছেন শ্রেয়া ঘোষাল। জানেন কি, এই বিশ্ববন্দিত গায়িকার সবচেয়ে প্রিয় খাবার কী?
লস অ্যাঞ্জেলেস থেকে লন্ডন, বিশ্বের নামী শহর ঘুরে বেড়ালেও শ্রেয়ার মন পড়ে থাকে বাঙালির সেই সাদাসিধে রান্নাঘরেই। পাঁচতারা হোটেলের রাজকীয় খাবারের হাতছানি থাকলেও সেগুলো তাঁর মন ছুঁতে পারে না বলেই অকপট স্বীকারোক্তি গায়িকার। শ্রেয়া নিজেই জানিয়েছেন, তাঁর সবথেকে প্রিয় খাবার হলো, মুসুর ডাল, আলু সেদ্ধ আর ভাত।
হাসিমুখে শ্রেয়া বলেন, এই ঘরোয়া খাবারের যে স্বাদ আর তৃপ্তি, তা পৃথিবীর কোনও দামি বা বিলাসবহুল পদও দিতে পারে না। বছরের পর বছর মুম্বইয়ের গ্ল্যামার দুনিয়ায় থেকেও তাঁর অভ্যাস আর মানসিকতায় আজও সেই সাধারণ বাঙালি মেয়েটিই রয়ে গেছেন।
প্রবাসী বাঙালি হলেও শিকড়ের সঙ্গে তাঁর টান অটুট। বড় তারকা হয়েও মাটিতে পা রেখেই চলতে ভালোবাসেন শ্রেয়া। আধুনিকতার সঙ্গে সংস্কৃতিকে কীভাবে বাঁচিয়ে রাখা যায়, তার জীবন্ত উদাহরণ তিনি।
ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন গায়িকা। কেউ লিখেছেন, “হাজারটা ভাষায় গান গাইলেও শ্রেয়াদি আজও পাশের বাড়ির মেয়েটাই।” আবার কারও মন্তব্য, “ডাল-ভাত-আলু সেদ্ধর প্রতি এই ভালোবাসাই প্রমাণ করে, তিনি কতটা খাঁটি বাঙালি।
আইকে/টিএ