ভারতীয় সংগীতজগতের অন্যতম প্রভাবশালী কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল আবারও নিজের অনুভবের কথা ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে। জীবনের টানাপোড়েন আর মানসিক চাপের সময়ে কীভাবে নিজেকে সামলাতে হয়, সেই প্রসঙ্গেই তার এই বার্তা নতুন করে আলোচনায় এসেছে। শ্রেয়ার ভাষায়, জীবন কঠিন হয়ে উঠলেই পালিয়ে যাওয়াই সমাধান নয়। বরং মাত্র দশ মিনিট নিজের সঙ্গে চুপচাপ সময় কাটালেই অনেক প্রশ্নের উত্তর স্পষ্ট হয়ে ওঠে।
দীর্ঘ সংগীতজীবনে সাফল্য, ব্যস্ততা আর ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা থেকে পাওয়া উপলব্ধিই যেন এই কথার পেছনে কাজ করছে। মঞ্চের ঝলকানি আর প্রশংসার আড়ালেও একজন শিল্পী যে মানুষ হিসেবেই জীবনের নানা সংকটের মুখোমুখি হন, শ্রেয়ার এই বক্তব্য সেটাই মনে করিয়ে দেয়। তার এই কথায় ভক্তরা খুঁজে পাচ্ছেন মানসিক স্থিরতার সহজ অথচ গভীর একটি পথ।
সংগীতের মাধ্যমে আবেগ প্রকাশের পাশাপাশি জীবনের দর্শনও যে শ্রেয়া সমান গুরুত্ব দিয়ে দেখেন, তা এই বক্তব্যেই স্পষ্ট। দ্রুতগতির জীবনে নিজেকে বোঝার জন্য একটু থেমে দাঁড়ানোর যে পরামর্শ তিনি দিলেন, তা শুধু শিল্পীদের জন্য নয়, সাধারণ মানুষের জীবনেও প্রযোজ্য বলেই মনে করছেন অনেকে।
পিআর/টিএ