টলিউডের প্রিয় ছবি ‘মন মানে না’-তে শ্রদ্ধার সঙ্গে পুরনো গানের নতুন রূপে সঙ্গীত প্রেমীদের মন জয় করেছেন নিকিতা গান্ধী। ছবির একটি বিশেষ দৃশ্যে মান্না দে-র ‘কে তুমি নন্দিনী’ গান শোনা যাচ্ছে, যেখানে শুভেন্দু চট্টোপাধ্যায়ের নাতনি হিয়া চট্টোপাধ্যায় নাচে মুগ্ধ করেছেন দর্শককে। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের কথায়, “শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের হৃদ্যতা ছিল। তাঁর নাতনি হিয়া এই গানের তালে নাচলে, সৌমিত্রজেঠুও খুশি হতেন।”
ছবির এই গানটি মূলত ‘তিন ভুবনের পারে’ এবং ‘জীবনে কি পাব না’ ধারার নব্য রূপ। গানমুক্তির পর থেকেই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম হয়েছে। নিকিতা গান্ধী জানালেন, “ভয় করিনি। মান্না দে-র অংশের সঙ্গে আমাদের অংশ যুক্ত হয়েছে। গানের মূল সুর বা রাগে কোনও বিকৃতি ঘটেনি। বরং আনন্দ হয়েছে, মনে হয়েছে আমি ওঁর সঙ্গে গাইলাম।”
পরিচালক রাহুল মুখোপাধ্যায় বলেন, নতুন প্রজন্মকে পুরনো দিনের গান, গায়ক ও অভিনেতাদের সঙ্গে পরিচিত করানোই মূল উদ্দেশ্য। মান্না দে-কে কখনও ছোট করা হয়নি। রবি ঘোষের কণ্ঠও আগের মতো ব্যবহার করা হয়েছে। এই প্রয়াসের মাধ্যমে পুরনো গান নতুন প্রজন্মের কাছে পৌঁছেছে, যা সঙ্গীতের ধারাবাহিকতাকে রক্ষা করছে।
পিআর/টিএ