তামিম ইকবালকে ভারতীয় দালাল বলা পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (১০ জানুয়ারি) সিলেটে গণমাধ্যমকে এই তথ্য জানান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কুল ক্রিকেটের একটা অনুষ্ঠানে আমিনুল ইসলামের কাছে বিসিবির ওই পরিচালকের মন্তব্যের ব্যাপারে জিজ্ঞেস করা হয়। বোর্ড সভাপতি বলেন, ‘তিনি তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছে, আমরা তাকে জবাব দিতে বলেছি। আমার মনে হয়েছে যে, একজন জাতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি, যেভাবে পারফরম্যান্স করেছে, এই ব্যাপারটা হয়তো লেখার আগে আমাদের একটু চিন্তা করা উচিত ছিল। রেসপেক্ট করা উচিত ছিল আরও।’
অফিসিয়াল চ্যানেলে কারণ দর্শাতে বলা হয়েছে কি না, এমন প্রশ্নে বুলবুল বলেন, ‘তিনি নিজেও একজন ডিরেক্টর। আমাদের বোর্ড মিটিং আছে, ২৪ তারিখে সম্ভবত, তখন আমরা ব্যাপারটা নিয়ে আরও খোলাখুলি আলোচনা করব।’
গত বৃহস্পতিবার সিটি ক্লাবে জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে গিয়ে বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে উদ্ভুত পরিস্থিতি নিয়ে তামিম বেশ কিছু কথা বলেছিলেন। বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে যাওয়া উচিত কি না, এমন এক প্রসঙ্গে তামিমের বক্তব্যের একটা অংশ এমন, ‘আমাদের অর্থের প্রায় ৯০-৯৯ শতাংশ আইসিসি থেকে আসে। তাই সবকিছু চিন্তা করেই সিদ্ধান্ত নিতে হবে।’
এই লেখা ও তামিমের ছবি সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে তাকে ভারতীয় দালাল হিসেবে উল্লেখ করেন নাজমুল। স্ট্যাটাসে লেখেন, ‘এইবার আরো একজন পরিক্ষিত (সঠিক বানান পরীক্ষিত) ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’ পরে স্ট্যাটাসটি তিনি মুছে ফেললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। সেটা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
কেএন/টিকে