টুর্নামেন্টের মাঝপথেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে চলে এসেছেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশাম। শনিবার (১০ জানুয়ারি) তাকে দলে ভেড়ানোর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানায় রাজশাহী ওয়ারিয়র্স।
৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার আজ সিলেটে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তার নতুন দল রাজশাহী ওয়ারিয়র্স আগামীকাল দুপুরে সিলেটে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে। ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফ দৌড়ের চতুর্থ স্থানে আছে রাজশাহী।
বিপিএলের গত মৌসুমে ফাইনালের আগে নিশামকে উড়িয়ে এনেছিল ফরচুন বরিশাল। যদিও শিরোপা নির্ধারণী ম্যাচে তাকে শেষ পর্যন্ত নামানো হয়নি। নিশামকে ছাড়াই চ্যাম্পিয়ন হয় বরিশাল। নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তি থেকে বের হয়ে যাওয়ায় নিয়মিতই বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি খেলে বেড়াচ্ছেন নিশাম। সবশেষ সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে খেলেছেন তিনি। তার আগে নভেম্বরে খেলেছেন নেপাল প্রিমিয়ার লিগে।
নিউজিল্যান্ডের হয়ে ৯৩টি ২০ ওভারের ম্যাচ খেলেছেন নিশাম। যেখানে হাজারের ওপর রান করার পাশাপাশি তার রয়েছে ৫৬ উইকেট। টি-টোয়েন্টিতে সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে ৩২৫টি ম্যাচ খেলার সমৃদ্ধ অভিজ্ঞতা নিশামের। সাড়ে চার হাজারের বেশি রান করার পাশাপাশি আছে ২৭০ উইকেট। সবমিলিয়ে নিশামের অভিজ্ঞতা এবারের বিপিএলে বেশ কাজে লাগবে রাজশাহীর।
ইউটি/টিএ