ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) জরুরি বিভাগে মোবাইল চোর সন্দেহে স্বামী ও স্ত্রী পরিচয় দানকারী দুই জনকে আটক করেছে ডিউটিরত আনসার সদস্যরা।
শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- আকলিমা আক্তার বৃষ্টি (১৮) ও মো. রুবেল (২৮)। পরে দুজনকে জনতা গণধোলাই দিলে ঢামেকের আনসার সদস্যরা এসে তাদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।
ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার মো. আলমগীর হোসেন জানান, ঢামেকের জরুরি বিভাগের এক্স-রে’র সামনে এক রোগীর স্বজনের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন তারা। পরে জনতা গণধোলাই দিলে আমাদের ডিউটিরত আনসার সদস্যরা তাদের দুজনকে উদ্ধার করে ক্যাম্পে নিলে জিজ্ঞাসাবাদে মোবাইল চুরির কথা স্বীকার করে।
তিনি আরো জানান, আটককৃতদের শরীর তল্লাশি করে বৃষ্টির কাছে থেকে ২৪টি গাঁজার পুরিয়া ও পোটলা পাওয়া যায়। পরে ঢাকা মেডিক্যালের পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।
তারা কামরাঙ্গীর চর আলিনগর এলাকায় থাকতেন। স্বামী-স্ত্রী তারা দুজনেই চোর ও মাদক বিক্রি চক্রের সদস্য বলে জানা গেছে।
টিজে/টিএ