বিচ্ছেদ, দূরত্ব আর নীরবতার পর আবার কি এক মঞ্চে ফিরতে চলেছেন আলোচিত তারকা যুগলরা। নতুন বছর শুরুর আগেই এমনই জোর গুঞ্জনে সরগরম বিনোদন মহল। শোনা যাচ্ছে, আসন্ন রিয়্যালিটি শো দ্য ফিফটি ঘিরেই ফের মুখোমুখি হতে পারেন আরবাজ় খান ও মলাইকা অরোরা। শুধু তাই নয়, একই অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্য ও নাতাশা স্তানকোভিচকেও। তাই অনেকের মুখেই এখন একটাই কথা ২০২৬ কি তবে বিচ্ছিন্নদের মিলনের বছর।
জাতীয় চ্যানেলগুলোতে রিয়্যালিটি শোর রমরমা নতুন কিছু নয়। তবে দ্য ফিফটি নাকি শুরু থেকেই আলাদা চমক নিয়ে আসছে। পঞ্চাশ জন তারকাকে নিয়ে তৈরি এই অনুষ্ঠান চলতি মাসেই ছোটপর্দায় আসার কথা। আর সেই তালিকাতেই জায়গা পাচ্ছেন একাধিক আলোচিত নাম, যাদের ব্যক্তিগত সম্পর্ক এক সময় শিরোনামে ছিল। খবর অনুযায়ী, আরবাজ় নাকি মলাইকার সঙ্গে একই মঞ্চে দেখা হওয়ার বিষয়ে আগ্রহী। অন্যদিকে হার্দিক ও নাতাশার ক্ষেত্রেও নাকি একসঙ্গে অংশ নিতে আপত্তি নেই।
এই গুঞ্জন ছড়াতেই বলিউডে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, সময়ের সঙ্গে দূরত্ব কমে এসেছে, কেউ আবার মনে করছেন, পেশাগত প্রয়োজনেই এই মুখোমুখি হওয়া। যদিও এখনও পর্যন্ত সংশ্লিষ্ট তারকাদের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবু সম্ভাব্য প্রতিযোগীদের তালিকা প্রকাশ্যে আসতেই দর্শকের কৌতূহল তুঙ্গে।
শোনা যাচ্ছে, এই অনুষ্ঠানে আরও দেখা যেতে পারে উরফি জাভেদ, শিব ঠাকরে, ধনশ্রী বর্মা, অংশুলা কপূর, অঙ্কিতা লোখন্ডে, নিক্কি তাম্বোলি, ইমরান খান, সাবা আজাদ এবং ওরি-সহ বহু পরিচিত মুখ। বিচারকের আসনে থাকবেন ফরাহ খান। পাশাপাশি বিজয়ীদের জন্য রাখা হয়েছে বড় অঙ্কের পুরস্কারও। সব মিলিয়ে দ্য ফিফটি শুধু একটি রিয়্যালিটি শো নয়, বরং সম্পর্ক, আবেগ আর পুরনো অধ্যায়ের মুখোমুখি হওয়ার এক বড় মঞ্চ হয়ে উঠতে চলেছে বলেই মনে করছে বিনোদন মহল।
পিআর/টিকে