মিয়ানমারের জাতীয় নির্বাচনের ২য় ধাপের ভোটগ্রহণ চলছে। রোববার (১১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৬টায় শুরু হয় ভোটাভুটি। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে এটিই প্রথম নির্বাচন।
প্রথম ধাপের মতোই এদিনও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম। দ্বিতীয় ধাপে ১০০ আসনে রায় জানাবেন নাগরিকরা। শান, কাচিনের মতো সংঘাতপূর্ণ কয়েকটি প্রদেশের কিছু অংশে হবে ভোটাভুটি। নির্বাচন উপলক্ষে ব্যাপক জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
এর আগে, গত ২৮ ডিসেম্বর নির্বাচনের প্রথম ধাপে ১০২ আসনে ভোটাভুটি হয়। আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচনের শেষ ধাপ। ভোট হবে ৬৩ আসনে। সংঘাতের কারণে ভোট হবে না ৬৫ আসনে।
দীর্ঘ ৫ বছরের সেনা শাসনের পর দেশটিতে সাধারণ নির্বাচন হলেও এতে অংশ নিতে পারছে না বেশিরভাগ রাজনৈতিক দল। প্রতিদ্বন্দ্বিতা করছে জান্তার সমর্থনপুষ্ট মাত্র ৬টি দল। দেশটির নোবেল শান্তি পুরস্কার জয়ী নেত্রী অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিসহ প্রায় ৪০টি দলকে নিষিদ্ধ করা হয়েছে।
মূলত, নিম্নকক্ষের ১০২ টি আসনের মধ্যে ৯০ টিতেই জয়ী হয়ে বিশাল ব্যবধানে এগিয়ে আছে সামরিক বাহিনী সমর্থিত দল 'ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি'। প্রধান বিরোধী দলের অনুপস্থিতিতে চলমান এই নির্বাচনকে 'প্রহসন' বলে আখ্যা দিয়েছে জাতিসংঘের পাশাপাশি পশ্চিমা বহু দেশ ও মানবাধিকার সংস্থা।
আরআই/টিকে