জেন-জির নকল বিয়ের ট্রেন্ড, বর-কনে নেই, তবু বিয়ের হল ভরা আনন্দে

শহরের এক ঝলমলে কনভেনশন হলে ঢুকলে মনে হবে, আপনি বুঝি সত্যিকারের কোনো বিয়েতে এসে পড়েছেন। চারদিকে রঙিন আলো, ফুলের সাজ, ডিজের তালে তালে নাচছে তরুণ-তরুণীরা। মেয়েরা পরে আছে লেহেঙ্গা আর শাড়ি, ছেলেরা শেরওয়ানি ও কুর্তা। হাসি, সেলফি আর উচ্ছ্বাসে ভরে আছে পুরো হল। কিন্তু আশ্চর্যের বিষয় এখানে কোনো বর নেই, কোনো কনে নেই। তবু সবাই যেন বিয়ের আনন্দে মেতে উঠেছে।

এটাই এখন ভারতের বড় শহরগুলোর নতুন ট্রেন্ড নকল বিয়ে বা থিম পার্টি। দিল্লি, মুম্বাই এবং বেঙ্গালুরুর মতো বড় শহরগুলোতে ভুয়া বিয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অতিথিরা সাধারণত তরুণ-তরুণীরাই। তারা বন্ধুদের সঙ্গে রাত কাটাতে চান, অতিথিদের চাপ ছাড়াই ঐতিহ্যবাহী ভারতীয় বিয়ের নাটকীয়তা এবং মজা উপভোগ করতে চান।

এই নকল বিয়েতে আসতে হলে আগে টিকিট কাটতে হয়। টিকিট হাতে নিয়ে ঢুকলেই শুরু হয়ে যায় উৎসব। মেহেদি, গান, নাচ, খাবার সবকিছুই আছে, ঠিক যেন আসল বিয়ের মতো। শুধু পার্থক্য একটাই এখানে কাউকে বিয়ে করতে হয় না। সবাই এসেছে শুধু আনন্দ করতে, সাজগোজ করতে আর নিজেদের মতো করে সময় কাটাতে।

অনেক তরুণ-তরুণী বলেন, আত্মীয়দের বিয়েতে গেলে যেন এক ধরনের পরীক্ষায় বসতে হয়। কে কী পোশাক পরেছে, কে কতটা সফল, কবে বিয়ে করবে এই সব প্রশ্নের ভারে আনন্দ অনেক সময় চাপা পড়ে যায়। অনেক জেন-জি বা অবিবাহিত ছেলে-মেয়েরা আত্মীয়দের বিয়েতে যেতেই চান না। নানান বাহানায় এড়িয়ে যান।



কিন্তু এই নকল বিয়েতে সে চাপ নেই। এখানে কেউ কাউকে বিচার করে না। আপনি চাইলে আধুনিক পোশাক পরতে পারেন, চাইলে ট্র্যাডিশনাল সাজ নিতে পারেন কেউ কিছু বলবে না। কেউ আপনার ব্যক্তিগত জীবন, সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলবে না। এমনকি এখানে বেশিরভাগই কেউ কাউকে চেনেন না।

এই পার্টিগুলো এখন সোশ্যাল মিডিয়ার যুগে আরও জনপ্রিয় হয়ে উঠেছে। ঝলমলে স্টেজ, রঙিন আলো, ফুলে ঘেরা প্রবেশপথ সবই যেন ইনস্টাগ্রামের জন্য বানানো। অনেকেই এখানে এসে এমন পোশাক পরে ছবি তোলে, যেগুলো তারা সাধারণ জীবনে পরার সুযোগ পায় না। এক রাতেই তারা বিয়ের গ্ল্যামার আর তারকাখ্যাতির অনুভূতি পেয়ে যায়।

শুধু তরুণরা নয়, এই ট্রেন্ডে লাভবান হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোও। বিয়ের মৌসুম না থাকলে তাদের ভেন্যু, ক্যাটারিং, সাজসজ্জার ব্যবসা থেমে যায়। নকল বিয়ে সেই শূন্য সময়টুকু ভরিয়ে দিচ্ছে। বর-কনে না থাকলেও আয়োজন ঠিকই জমকালো, আর খরচও কম নয়।

তবে এই ট্রেন্ড নিয়ে বিতর্কও কম নয়। কেউ কেউ বলেন, এতে বিয়ের পবিত্রতা ও সংস্কৃতিকে হালকা করে দেখা হচ্ছে। আবার তরুণদের যুক্তি ভিন্ন তাদের মতে, এটি বিয়ের বিকল্প নয়, বরং একটি আলাদা ধরনের উৎসব, যেখানে মানুষ কেবল আনন্দের জন্য একত্র হয়।

এই নকল বিয়ে আসলে জেন-জির মানসিকতারই প্রতিফলন। তারা ঐতিহ্য চায়, কিন্তু নিজের মতো করে। তারা সম্পর্কের চেয়ে অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দেয়। তাই বিয়ে ছাড়াই বিয়ের আনন্দ এই নতুন গল্প এখন শহরের রাতগুলোয় ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
'এটা নিয়ে আমি চিন্তাও করি না', বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে শান্ত Jan 11, 2026
img
প্রতিশ্রুতির চেয়েও পাঁচগুণ বেশি কাজের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি: সাদিক কায়েম Jan 11, 2026
img
জেতার জন্য সবাইকে আরও বেশি দায়িত্ব নিতে হবে: সোহান Jan 11, 2026
img
সাবেক আইনমন্ত্রী ও তার বান্ধবীসহ ৪ জনের বিরুদ্ধে সিআইডির মামলা Jan 11, 2026
img
গোপন তথ্য ফাঁসের অভিযোগে খুশির বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা! Jan 11, 2026
img
চট্টগ্রামে আগুনে পুড়ল ৬ বসতঘর Jan 11, 2026
img
প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি আখতার হোসেনের Jan 11, 2026
img
দুই দফা ফোনালাপের পর জেদ্দায় তৌহিদ হোসেন ও ইসহাক দারের সাক্ষাৎ Jan 11, 2026
img
ফোনালাপের পর জেদ্দায় সরাসরি বৈঠকে বসেছেন তৌহিদ হোসেন ও ইসহাক দার Jan 11, 2026
img
বিমান দুর্ঘটনায় প্রাণ গেল কলম্বিয়ার জনপ্রিয় সংগীতশিল্পীর Jan 11, 2026
img

স্প্যানিশ সুপার কোপা

এল ক্লাসিকো ফাইনালে রিয়াল-বার্সেলোনার মাঝে কে ফেবারিট? Jan 11, 2026
img
প্রয়াত ‘ইন্ডিয়ান আইডল’ তারকা কাজ করেছিলেন সালমানের সঙ্গে Jan 11, 2026
img
ব্যক্তিগত কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন দুলুর স্ত্রী ছবি Jan 11, 2026
img
ইরানে ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর’ দেখতে চায় যুক্তরাজ্য Jan 11, 2026
img
নির্বাচন স্থগিত, হতাশ প্রার্থী ও ভোটাররা Jan 11, 2026
img
রাজধানীর কাকরাইলে চলন্ত মাইক্রোবাসে আগুন Jan 11, 2026
img
দাঁড়িপাল্লা-মাহফিল নিয়ে দেওয়া জামায়াত নেতার বক্তব্য ভাইরাল Jan 11, 2026
img
ছবি মুক্তির আগেই বরুণের বিশাল প্রাপ্তি! Jan 11, 2026
img
আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের সদস্য তালিকা চাইল ইসি Jan 11, 2026
img
কেয়া- খায়রুলের ফেসবুক পোস্ট নিয়ে জল্পনা Jan 11, 2026