অশ্লীল ও আপত্তিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এখন পর্যন্ত প্রায় ৩,৫০০টি পোস্ট ব্লক করেছে। পাশাপাশি ৬ শতাধিক অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ডিলিট করা হয়েছে।
ভবিষ্যতে এই ধরনের বিষয়বস্তু কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলেও আশ্বাস দিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সংস্থাটি। ভারতীয় আইন মেনেই দেশে প্ল্যাটফর্ম পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।
এক সপ্তাহ আগে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক্স কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানায়, প্ল্যাটফর্মে অশ্লীল, নগ্ন ও আপত্তিকর কনটেন্ট উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী গ্রোক এবং এক্সএআই-এর অন্যান্য পরিষেবার অপব্যবহার করে নারীদের ছবি ও ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগ তোলে সরকার।
মন্ত্রণালয়ের তরফে ৭২ ঘণ্টার মধ্যে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। চিঠিতে স্পষ্ট জানানো হয়েছিল, নির্দেশ অমান্য করলে ভারতীয় আইন অনুযায়ী কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
শুধু প্ল্যাটফর্ম নয়, সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।
সরকারের বক্তব্য, গ্রোক ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে যে কার্যকলাপ চালানো হচ্ছে, তা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি। এই প্রেক্ষিতে এক্সকে গ্রোকের প্রযুক্তিগত ও গভর্ন্যান্স কাঠামোর পূর্ণাঙ্গ পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি কড়া ইউজার পলিসি কার্যকর করতে বলা হয়-নিয়ম ভাঙলে অ্যাকাউন্ট সাসপেনশন থেকে স্থায়ীভাবে বন্ধ করার মতো পদক্ষেপ নিতে হবে।
একই সঙ্গে জানানো হয়, এই অনিয়ম চলতে থাকলে তথ্যপ্রযুক্তি আইনের ধারা ৭৯ অনুযায়ী এক্সের ‘সেফ হারবার’ সুবিধা বাতিল করা হতে পারে। পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতা, নারী অশালীন উপস্থাপনা আইন এবং শিশু যৌন অপরাধ প্রতিরোধ আইনসহ একাধিক আইনের আওতায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়।
এরপর মাস্কের সংস্থা বিবৃতি দিয়ে জানায়, ভারতের বাজার এক্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের আইনকে তারা সম্মান করে। বিতর্কিত কনটেন্ট সরানোর ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়। তবে সেই বিবৃতিতে কেন্দ্র সন্তুষ্ট হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আরও সুনির্দিষ্ট পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়।
রবিবার কেন্দ্রীয় সূত্রের দাবি, এক্স তাদের ত্রুটি স্বীকার করেছে এবং ভারতের আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে চলবে বলে জানিয়েছে। আগামী দিনে কোনও অশ্লীল কনটেন্ট প্ল্যাটফর্মে রাখা যাবে না বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
এই বিতর্কে ভারত একা নয়। গ্রোক-এর তৈরি কনটেন্ট নিয়ে ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন এক্সকে চিঠি দিয়েছে। ইন্দোনেশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে সাময়িকভাবে এক্স ও গ্রক ব্লক করেছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক জন সেনেটর গুগল ও অ্যাপলকে চিঠি দিয়ে তাদের অ্যাপ স্টোর থেকে এক্স ও গ্রোক সরানোর আবেদন জানিয়েছেন।
সব মিলিয়ে, গ্রোক-কেন্দ্রিক এই বিতর্কে এক্সের উপর বিশ্বজুড়ে আইনি ও নীতিগত চাপ যে ক্রমেই বাড়ছে, তা স্পষ্ট বলেই মনে করছেন প্রযুক্তি ও নীতি বিশেষজ্ঞরা।
সূত্র: এনডিটিভি
আরআই/টিকে