স্মার্টফোন প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উন্মোচনের আগেই সামনে এল স্যামসাংয়ের আগামী ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি S26 আল্ট্রা (Galaxy S26 Ultra)-র ডিজাইন। জনপ্রিয় থার্ড-পার্টি কেস নির্মাতা প্রতিষ্ঠান ‘Thinborn’-এর লিক হওয়া কেস ডিজাইন থেকে ফোনটির বাহ্যিক গঠন ও বেশ কিছু নতুন ফিচারের আভাস পাওয়া গেছে।
ডিজাইনে আমূল পরিবর্তন: শার্প কর্নারের দিন শেষ?
এতদিন স্যামসাংয়ের আল্ট্রা সিরিজ মানেই ছিল একদম শার্প বা চোখা কোণ। তবে S26 আল্ট্রাতে সেই ধারা থেকে বেরিয়ে আসছে স্যামসাং। লিক হওয়া তথ্য অনুযায়ী, ফোনটির কর্নার বা কোণগুলো এবার আগের চেয়ে অনেক বেশি গোলাকার (Rounded) হতে যাচ্ছে। এর ফলে দীর্ঘক্ষণ ফোনটি হাতে ধরে রাখা বা ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীরা আরও বেশি আরাম বোধ করবেন।
ক্যামেরা মডিউলে নতুন আইল্যান্ড
পেছনের ক্যামেরার সেটআপে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। এবার ক্যামেরাগুলো সরাসরি বডির সাথে লেগে না থেকে একটি নির্দিষ্ট ‘ক্যামেরা আইল্যান্ড’ বা উঁচু অংশের ওপর থাকবে। সেখানে তিনটি বড় ক্যামেরা রিং এবং তার পাশে আরও দুটি ছোট রিং ও একটি ফ্ল্যাশলাইট অবস্থান করবে। ক্যামেরা লেন্সের সুরক্ষায় কেসগুলোতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরিবর্তন আসছে S পেন-এ
ফোনের কোণগুলো গোলাকার হওয়ার কারণে ফোনের ভেতরে থাকা সিগনেচার S পেন (S Pen)-এর ডিজাইনেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে।কর্নারের শেপের সাথে সামঞ্জস্য রাখতে পেনের উপরের অংশটিও এবার একপাশে কিছুটা রাউন্ডেড বা বাঁকানো থাকবে।
কবে নাগাদ বাজারে আসছে?
রিপোর্ট অনুযায়ী, স্যামসাং সম্ভবত আগামী ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি S26 সিরিজের পর্দা উন্মোচন করবে।
বিশ্ববাজারে এটি ১১ই মার্চ থেকে সহজলভ্য হতে পারে। ধারণা করা হচ্ছে, চলতি মাসের শেষের দিকেই স্যামসাং তাদের প্রথম অফিসিয়াল টিজার প্রকাশ করবে এবং ফেব্রুয়ারির শুরু থেকেই শুরু হবে প্রি-বুকিং বা রিজার্ভেশন সুবিধা।
নতুন এই ডিজাইন এবং পরিবর্তনগুলো স্যামসাং ভক্তদের মধ্যে ইতোমধ্যেই বেশ সাড়া ফেলেছে। বিশেষ করে শার্প কর্নার বাদ দেওয়ার সিদ্ধান্তটি অনেক ব্যবহারকারীর কাছে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
এমআর/টিএ