যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে বৈঠক করবেন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরা
চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর দেশটির ভবিষ্যৎ নিয়ে আলোচনায় মাচাদোর ভূমিকা তুলনামূলকভাবে সীমিত ছিল। এমনকি ট্রাম্প নিজেও প্রকাশ্যে সন্দেহ প্রকাশ করেছিলেন, ভেনেজুয়েলা শাসনের জন্য প্রয়োজনীয় জনসমর্থন মাচাদোর রয়েছে কি না। মাচাদো গত সপ্তাহে জানান, তিনি অক্টোবরের পর থেকে ট্রাম্পের সঙ্গে আর কোনো কথা বলেননি।
এরই মধ্যে মাদুরোর সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন দাবিতে সাড়া না দিলে আরও সামরিক হামলার হুমকির মুখে তার সরকার দায়িত্ব পালন করছে।
এদিকে ভেনেজুয়েলা সরকার সোমবার জানায়, তারা কয়েক ডজন রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে। এদের মধ্যে অনেকেই ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পর মাদুরোবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার কারণে কারাবন্দি ছিলেন।
২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মারিয়া কোরিনা মাচাদো সোমবার ভ্যাটিকানে পোপ লিও চতুর্দশের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তিনি বলেন, ভেনেজুয়েলায় যারা এখনো ‘অপহৃত ও নিখোঁজ’ রয়েছেন, তাদের জন্য হস্তক্ষেপ করতে তিনি পোপের কাছে আবেদন জানিয়েছেন।
মাচাদো দীর্ঘদিন ধরেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন। তিনি তার নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করেন এবং সম্প্রতি বলেন, তিনি চাইলে পুরস্কারটি ট্রাম্পের সঙ্গে ভাগাভাগি করতে বা সরাসরি তাকে দিয়ে দিতেও প্রস্তুত।
এমআর/টিএ