দেশের বিভিন্ন স্থানে কনকনে ঠান্ডায় জবুথবু জনজীবন। কয়েক জেলায় বইছে শৈত্যপ্রবাহ। এ শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটি অব্যাহত থাকতে পারে। আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে বিরাজমান শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন ৭ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতে তাপমাত্রা কমতে পারে। এছাড়া আগামী কয়েক দিন তাপমাত্রা কমতে পারে। তবে শনিবার (১৭ জানুয়ারি) দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী কয়েক দিন শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু জায়গায় হালাক থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
কেএন/টিকে