ভারতীয় সংগীতের কিংবদন্তি এবং বহুমুখী প্রতিভার অধিকারী কিশোর কুমার, যিনি আজীবন নিজের খেয়ালে চলেছেন এবং প্রথাগত নিয়মের তোয়াক্কা করেননি, তিনি সফলতার এক ভিন্ন সংজ্ঞা দিয়ে গেছেন। সবাই যখন 'পারফেক্ট' হওয়ার ইঁদুর দৌড়ে শামিল, তখন তিনি নিজের স্বকীয়তা বা 'অরিজিনালিটি' ধরে রাখার কথাই বলেছেন।
কিশোর কুমার বলেন, "নিখুঁত হওয়ার চেয়ে অরিজিনাল হওয়াটাই বেশি জরুরি। নিজের মতো থাকাই জীবনের আসল সাফল্য।"
অন্যের অনুকরণ করে নিখুঁত সাজার চেয়ে, নিজের দোষ-গুণ নিয়ে আসল মানুষ হয়ে থাকাই শ্রেয়। নিজের পাগলামি বা স্বকীয়তা বিসর্জন না দিয়ে তিনি যেভাবে দাপটের সাথে রাজত্ব করে গেছেন, তাঁর এই উক্তিটি সেই আত্মবিশ্বাসেরই প্রতিফলন। মেকি না হয়ে নিজের ওপর বিশ্বাস রাখার এই বার্তা আজও অগণিত শিল্পীর অনুপ্রেরণা।
কেএন/টিকে