আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বরিশালে প্রশাসনের পদক্ষেপ জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে এ নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা হয়।
সভায় জেলা প্রশাসক মো. খায়রুল আলম সমুন বলেন, নির্বাচনের আগে অপ্রয়োজনীয় সমাবেশ, ওয়াজ-মাহফিল বা যেকোনো ধরনের জনসমাবেশ যাতে জননিরাপত্তা বিঘ্নিত না করে, তা আমরা প্রতিরোধ করতে চাই। তাই প্রতিটি ওয়াজ মাহফিল আয়োজনের জন্য প্রশাসনের অনুমতি নেয়া বাধ্যতামূলক। অনুমতি ছাড়া কোনো ওয়াজ মাহফিল বা জনসমাবেশ অনুষ্ঠিত হলে তা আইন অনুযায়ী বন্ধ করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। নদী ও সড়কপথে বিশেষ নজরদারি চালানো হবে। কেউ অবৈধ অস্ত্র নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে। ইতিমধ্যেই মোবাইল কোর্টের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ৮টি মামলা পরিচালনা করা হয়েছে এবং ২৬টি মামলায় ১৪,৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মোটরসাইকেলে তিনজনের বেশি যাত্রী থাকলে তা নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ১৩০০ টাকার বেশি গ্যাস বিক্রি করলে দোকানদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, এই অভিযান শীঘ্রই শুরু হবে। বাকেরগঞ্জে একটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপন করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। আমরা চাই নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও নিরাপদ হোক। ভোটকেন্দ্রে কোনো উসকানিমূলক ঘটনা না ঘটে, প্রশাসন প্রতিটি ক্ষেত্রে সতর্ক থাকবে।
সভায় গ্রাম আদালতের কার্যক্রমের সাফল্যও তুলে ধরা হয়। ডিসেম্বরে বরিশালের ৮৮টি গ্রাম আদালতে দায়ের হওয়া ৪১৫টি মামলার মধ্যে ৩৫৮টি নিষ্পত্তি করা হয়েছে এবং মোট ৬ লাখ ৬০ হাজার ২৮৫ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।
টিজে/এসএন