ফরিদপুরের ভাঙ্গায় একটি বিশেষ অভিযানে ইয়াবাসহ আব্দুল শুক্কুর (৫০) এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৮ হাজার ৫০০ টাকা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল চারটার দিকে র্যাব-১০ এর একটি দল ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লা থেকে তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি আব্দুল শুক্কুর রাঙ্গামাটি জেলার কোতোয়ালি থানার মসজিদ কলোনী এলাকার বাসিন্দা।
র্যাব-১০ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে ফরিদপুর জেলার ভাঙ্গা ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে আইনি প্রক্রিয়ার জন্য ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ‘মাদকদ্রব্য সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বুধবার সকালে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হবে।’
আরআই/এসএন