ফেনী জেনারেল হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্নাবান্নাসহ গুরুতর অনিয়মের অভিযোগে দুই নার্সকে বরখাস্তের ঘটনার রেশ কাটতে না কাটতে এবার একসঙ্গে ১৫ জন নার্সের পদায়ন করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বদলি আদেশের চিঠি এখনো দাপ্তরিকভাবে হাতে পাইনি। তবে খোঁজ নিয়ে জেনেছি বদলির বিষয়টি সত্য। আমাদের এখানে নার্সের সংকট রয়েছে। এ বিষয়ে ইতোপূর্বে আমরা মন্ত্রণালয়ে চাহিদা দিয়েছিলাম৷ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের জারি করা আদেশে সংশ্লিষ্ট নার্সদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত আমাদের হাসপাতাল থেকে কাউকে বদলি করা হয়নি।
এর আগে গতকাল সোমবার (১২ জানুয়ারি) জারি করা এক অফিস আদেশে নোয়াখালী, কুমিল্লা, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতালে কর্মরত ১৫ জন নার্সকে ফেনী জেনারেল হাসপাতালে বদলি করা হয়। স্বাস্থ্য বিভাগ বলছে, জনস্বাস্থ্য সেবা সচল রাখার স্বার্থেই এ পদায়ন।
ওই আদেশে উল্লেখ করা হয়েছে, বদলিকৃত নার্সদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ১৬ জানুয়ারি বিকেল থেকে স্বয়ংক্রিয়ভাবে চাকরি থেকে অব্যাহতি কার্যকর হবে।
এর আগে হাসপাতালের অপারেশন থিয়েটারে গ্যাসের চুলায় রান্নাবান্না, অবাধ যাতায়াত এবং শৃঙ্খলাহীনতার কারণে প্রসূতি মা ও নবজাতকদের সংক্রমণের উচ্চঝুঁকি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় ও হাসপাতাল কর্তৃপক্ষ পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করেছেন। পাশাপাশি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরও আলাদাভাবে বিষয়টি পর্যালোচনা করছেন বলে জানা গেছে। এ কাণ্ডে জড়িত থাকায় ইতোমধ্যে হাসপাতালের নার্সিং সুপার ভাইজার কল্পনা রানী মন্ডল ও সিনিয়র স্টাফ নার্স রানী বালা হালদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে এ ঘটনায় হাসপাতালে কর্মরত আরও কয়েকজন নার্স ও চিকিৎসকের সম্পৃক্ততা থাকলেও শুধুমাত্র আলোচিত ভিডিওতে দৃশ্যমান হওয়া দুইজন নার্সের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করায় নিরপেক্ষ তদন্ত নিয়ে শঙ্কা প্রকাশ করছেন সেবাগ্রহিতারা।
এ ব্যাপারে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. ফজলে রাব্বি বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট ঘটনায় যাদেরই সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআই/এসএন