চীনে করোনাভাইরাস ছড়িয়েছে মার্কিন সেনারা

চীনের উহান শহরে করোনাভাইরাস ছড়িয়েছে মার্কিন সেনা সদস্যরা। মিলিটারি ওয়ার্ল্ড গেম-এ অংশ নিয়ে মার্কিন সেনারা চীনের হুবেই প্রদেশের উহান শহরে এই ভাইরাস ছড়িয়ে দেয়। কানাডাভিত্তিক কন্সপিরেসি ওয়েবসাইটের প্রকাশিত এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এ তথ্য জানানো হয়েছে।

কন্সপিরেসি ওয়েবসাইটে করোনাভাইরাস নিয়ে নতুন এই তথ্য দেয়ার পর নড়েচড়ে বসেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। সম্প্রতি তিনি তার টুইটার ফলোয়ারদের উদ্দেশ্যে টুইট করেছেন- ‘করোনাভাইরাসের উৎপত্তি বিষয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার বিষয়টি সবাই শেয়ার করুন। বেশি বেশি প্রচার করুন।’

ঝাও লিজিয়ান টুইটে আরও লিখেন, আমেরিকান সেনাবাহিনী করোনাভাইরাস উহানে এনেছে। এই দাবি সবাই জোরেশোরে প্রচার করুন। কারণ আমি বিশ্বাস করি, এটা অনেক কিছু বদলে দিবে।

তবে ঝাও লিজিয়ানের এধরণের মন্তব্যের জেরে চীনে নিযুক্ত মার্কিন দূতাবাস এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। সূত্র: সাউথ চায়না মর্ণিং পোস্ট

 

টাইমস/এসএন

Share this news on: