দেশের মানুষে ঢাকামুখী না হয়ে বিকল্প শহরে বাসস্থান ও কর্মসংস্থানের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।
উপদেষ্টা বলেন, ‘ভালো মানুষরা যদি রাজনীতিতে না আসে, তাহলে রাজনীতির দোষ দিয়ে লাভ নেই। দেশ গঠনের দায়িত্ব শিক্ষার্থীদেরই নিতে হবে।’
শিক্ষার্থদের রাজনীতি বিমুখ না হওয়ার আহ্বান জানান রিজওয়ানা হাসান।
এমআর/টিএ