পে-স্কেল

অবশেষে বেতনের গ্রেড চূড়ান্ত করল কমিশন

জাতীয় বেতন কমিশন নবম জাতীয় পে-স্কেলের সরকারি চাকরিজীবীদের বেতন গ্রেড সংখ্যা চূড়ান্ত করেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পূর্ণ কমিশনের সভায় বিষয়টি নিশ্চিত করা হয়। পে-কমিশনের এক সদস্য বলেন, নবম পে-স্কেলে গ্রেড সংখ্যা আগের মতোই ২০টি থাকছে। এটি পরিবর্তন না করে কমিশন বেতন বাড়ানোর সুপারিশ করবে।

সভা সূত্রে জানা গেছে, আজকের পূর্বনির্ধারিত বৈঠকে বেতন কাঠামোর বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে পেনশন, চিকিৎসা ভাতাসহ অন্যান্য ভাতার বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। তবে প্রধান সমস্যা ছিল সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের বিষয়ে। সর্বনিম্ন বেতন চূড়ান্ত না হওয়ায় বাকি বিষয়গুলোর সিদ্ধান্তও প্রাথমিকভাবে স্থগিত রাখা হয়েছে।

বেলা ১২টায় কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের পূর্ণ এবং খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। সূত্র জানায়, নবম পে-স্কেলের সর্বনিম্ন বেতন কত হবে সে বিষয়ে এখনও ঐক্যমত হয়নি। ফলে পরবর্তী সভায় আগামী ২১ জানুয়ারি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সর্বনিম্ন বেতন নির্ধারণ হলে সর্বোচ্চ বেতনসহ অন্যান্য বিষয়েও সিদ্ধান্ত চূড়ান্ত করা সম্ভব হবে।

এ বিষয়ে আরও জানা গেছে, নবম পে-স্কেলে বেতনের অনুপাত ১:৮ ধরে সুপারিশ করা হবে। জাতীয় বেতন কমিশন ২০২৫ সালের ২৭ জুলাই গঠিত হয়। কমিশনের প্রধান দায়িত্ব হলো সরকারি কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করে সুপারিশ প্রদান করা। কমিশনের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা, যা জাতীয় নির্বাচনের আগে প্রায় শেষ হবে।

কমিশনের খণ্ডকালীন সদস্য পদত্যাগ

এদিকে, আজ (১৫ জানুয়ারি) জাতীয় বেতন কমিশনের খণ্ডকালীন সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেন।

অধ্যাপক মাকছুদুর রহমান জানান, গত ১৮ আগস্ট ২০২৫ তারিখে মাননীয় অর্থ উপদেষ্টার মৌখিক নির্দেশ ও বেতন কমিশনের চেয়ারম্যানের লিখিত নির্দেশনার ভিত্তিতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য চার সদস্যবিশিষ্ট একটি সাবকমিটি গঠন করা হয়েছিল। সাবকমিটি তিনটি নির্দিষ্ট কার্যপরিধির আওতায় মোট ৩৩টি বাস্তবায়নযোগ্য ও ন্যায়সংগত প্রস্তাবনা তৈরি করে এবং ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছিল।

তিনি আরও উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে তিনি সাবকমিটির প্রতিবেদনটি পৃথকভাবে কমিশনের পূর্ণাঙ্গ সভায় আলোচনার জন্য উপস্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু তা গ্রহণ করা হয়নি। প্রতিবেদনে অধিকাংশ প্রস্তাবনায় বেতন-ভাতাকে কর্মদক্ষতা ও পারফরম্যান্সের সঙ্গে যুক্ত করার সুপারিশ করা হয়েছিল।

সূত্র: ডেইলি ক্যাম্পাস

পিআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে সতর্ক করল মন্ত্রণালয় Jan 15, 2026
img
ফিফা বিশ্বকাপের টিকিটের জন্য ৫০ কোটি আবেদন Jan 15, 2026
img
দেশের মানুষ দিল্লির দাসত্ব থেকে মুক্তি পেতে চায়: কর্নেল অলি Jan 15, 2026
img
বৈঠক শেষে যমুনা ছাড়লেন তারেক রহমান Jan 15, 2026
img
ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করলেন রুমিন ফারহানা Jan 15, 2026
img
তারেক রহমানের সঙ্গে কী কথা হলো মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রথম শান্তর Jan 15, 2026
img
পোস্টাল ব্যালটে অনিয়ম করলে এনআইডি ব্লক ও দেশে ফেরত : ইসি Jan 15, 2026
img
লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ Jan 15, 2026
img
২ বছরের মধ্যে আমানতের টাকা ফিরে পাবেন ৫ ব্যাংকের গ্রাহকরা: গভর্নর Jan 15, 2026
img
গ্রিনল্যান্ডে পৌঁছেছে ১৫ সদস্যের ফরাসি সামরিক দল Jan 15, 2026
img
খাগড়াছড়ি আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন সমীরণ দেওয়ান Jan 15, 2026
img
শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা Jan 15, 2026
অন্ধ হয়েও ইমাম হয়েছিলেন যিনি Jan 15, 2026
img
১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংবাদ সম্মেলন শুরু Jan 15, 2026
img
বিপিএল ম্যাচের কারণে মেট্রোরেলের বাড়তি ট্রিপও বাতিল Jan 15, 2026
img
‘ইরানে আঘাত হানতে প্রস্তুত নয়’ মার্কিন সেনাবাহিনী! Jan 15, 2026
img
খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন: আমীর খসরু Jan 15, 2026
img
এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ Jan 15, 2026
img
চাঁদপুরে ২ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান Jan 15, 2026
img
বাংলাদেশের স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়ার ত্যাগ অনস্বীকার্য: ইশরাক Jan 15, 2026