ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির পথে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক

প্রায় এক বছর ধরে আলোচনার পর পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির খসড়া প্রস্তুত করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদনমন্ত্রী রাজা হায়াত হারাজ। সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক সহিংসতা বাড়ার প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হারাজ বলেন, তিন দেশের মধ্যে সম্ভাব্য এই চুক্তিটি গত বছর ঘোষিত পাকিস্তান-সৌদি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি থেকে আলাদা। তিনি জানান, চুক্তিটি চূড়ান্ত করতে হলে তিন দেশের মধ্যে পূর্ণ ঐকমত্য প্রয়োজন।

মন্ত্রী বলেন, পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিটি এরই মধ্যে পাইপলাইনে রয়েছে। খসড়া চুক্তি আমাদের কাছেও আছে, সৌদি আরবের কাছেও আছে এবং তুরস্কের কাছেও আছে। তিন দেশই এটি নিয়ে আলোচনা করছে। গত ১০ মাস ধরেই এই প্রক্রিয়া চলছে।

এদিকে বৃহস্পতিবার ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে তিন দেশের মধ্যে আলোচনার বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, আলোচনা হয়েছে ঠিকই, তবে এখনো কোনো চুক্তি সই হয়নি।

ফিদান বলেন, আঞ্চলিক অবিশ্বাসের কারণে যে বিভাজন ও সমস্যা তৈরি হয়, তা কাটিয়ে উঠতে হলে বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা ও আস্থা প্রয়োজন। এসব দুর্বলতার সুযোগ নিয়েই বহিরাগত শক্তির আধিপত্য, যুদ্ধ ও সন্ত্রাসবাদের জন্ম হয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সব আঞ্চলিক দেশকে নিরাপত্তার প্রশ্নে একসঙ্গে বসে একটি সহযোগিতার প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে। সংশ্লিষ্ট দেশগুলো একে অপরের ওপর আস্থা রাখলে আঞ্চলিক সমস্যাগুলোর সমাধান সম্ভব।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের দৃষ্টিভঙ্গি একটি অন্তর্ভুক্তিমূলক ও বৃহত্তর সহযোগিতার কাঠামো তৈরির দিকে বলে উল্লেখ করেন ফিদান, যদিও তিনি সরাসরি পাকিস্তান বা সৌদি আরবের নাম নেননি।

এর আগে গত সপ্তাহে ব্লুমবার্গ জানিয়েছিল, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স অ্যাগ্রিমেন্টে (এসএমডিএ) যোগ দিতে তুরস্ক উন্নত পর্যায়ের আলোচনায় রয়েছে। তবে মন্ত্রী হারাজ স্পষ্ট করেন, নতুন এই খসড়া চুক্তিটি এসএমডিএ থেকে আলাদা।

পাকিস্তান ও তুরস্কের মধ্যে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে। তুরস্ক পাকিস্তান নৌবাহিনীর জন্য করভেট যুদ্ধজাহাজ নির্মাণ করেছে, পাকিস্তান বিমানবাহিনীর এফ- ১৬ যুদ্ধবিমান আধুনিকীকরণ করেছে এবং ড্রোন প্রযুক্তি সরবরাহ করছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পাকিস্তান একাধিক দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে, যার মধ্যে যুদ্ধবিমান বিক্রির বিষয়টিও রয়েছে।

তিনি বলেন, গত বছর পাকিস্তান যুদ্ধে জয়ী হওয়ার পর আমাদের যুদ্ধবিমানের চাহিদা বেড়েছে। অনেক দেশই আমাদের কাছ থেকে এসব বিমান কিনতে আগ্রহ দেখাচ্ছে।

এর আগে প্রতিরক্ষা উৎপাদনমন্ত্রী রাজা হায়াত হারাজ বিবিসিকে জানিয়েছিলেন, জেএফ- ১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির বিষয়ে পাকিস্তান বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছে।

সূত্র: জিও নিউজ

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আবারও বিতর্কে জড়ালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র Jan 16, 2026
img
উত্তরায় ৭ তলা ভবনে আগুন, প্রাণ গেল ৩ জনের Jan 16, 2026
img
তুলসী চক্রবর্তীর অভিনয়ে খুঁত নেই, দৃঢ় মত সৌমিত্র চট্টোপাধ্যায়ের Jan 16, 2026
img
৩১ জানুয়ারির মধ্যে গঠন হবে মানবাধিকার কমিশন: আসিফ নজরুল Jan 16, 2026
img
খলনায়কের চরিত্রে শক্তিকে দেখেই রেগে আগুন বাবা-মা! Jan 16, 2026
img
পবিত্র শবে মেরাজের রাতের ফজিলত ও আমল Jan 16, 2026
img
যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা Jan 16, 2026
img
১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল Jan 16, 2026
img
২০২৬ সালে তৃণমূলের হয়ে ভোটে লড়বেন নায়িকা সৌমিতৃষা! Jan 16, 2026
img
টানাপোড়েন কাটিয়ে বেইজিংয়ে কানাডার প্রধানমন্ত্রী Jan 16, 2026
img
পোস্টাল ব্যালট সংক্রান্ত অভিযোগে ২ কারণ তুলে ধরলেন মাসুদ কামাল Jan 16, 2026
img
নোয়াখালীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর Jan 16, 2026
img
কোন ৩ কারণে নির্বাচন না করার সিদ্ধান্ত হিরো আলমের? Jan 16, 2026
img
সূচক কমলেও সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১২৬০ কোটি টাকা Jan 16, 2026
img
দর্শকদের কাছে ‘সরি’ বললো বিসিবি ও কোয়াব Jan 16, 2026
img
ফেব্রুয়ারিতে বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শ্রদ্ধা! Jan 16, 2026
img
ভোটকেন্দ্র প্রস্তুতে ৯৪৭ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৬ কোটি টাকা বরাদ্দ Jan 16, 2026
img
কোথায় ঘুরছেন অভিনেত্রী দিতিপ্রিয়া? Jan 16, 2026
img
ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মন্তব্য না করার আহ্বান জামায়াত আমিরের Jan 16, 2026
img
দর্শকদের টিকিটের টাকা ফেরত দেবে বিসিবি Jan 16, 2026