ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার বর্তমানে গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সুখের সংসার করছেন। কাজের ব্যস্ততার মধ্যেও তারা ঘরোয়া দায়িত্ব ভাগাভাগি করতে কোনো কমতি রাখেন না। রান্নাঘরে সোহিনীকে সহায়তা করতে প্রায়ই দেখা যায় শোভনকে। এবার মকর সংক্রান্তির দিনে একসঙ্গে পিঠেপুলি বানানোর মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করেছেন এই তারকা দম্পতি।
বুধবার সোহিনী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে মুহূর্তটি শেয়ার করেন। সেখানে দেখা যায়, পিঠে বানানোর প্রস্তুতিতে ব্যস্ত সোহিনী, আর পাশে বসে নারকেল কোড়াচ্ছেন শোভন। খয়েরি রঙের টি-শার্ট ও হাফ প্যান্টে ঘরোয়া লুকে ধরা দিয়েছেন গায়ক। স্টোরিতে শোভনকে ট্যাগ করে সোহিনী লিখেছেন ‘পৌষ সংক্রান্তি’। এই ঘরোয়া মুহূর্ত ইতিমধ্যেই অনুরাগীদের মন কেড়েছে।
দম্পতির বয়সের ফারাক নিয়ে নেটপাড়ায় একসময় তোলপাড় সৃষ্টি হয়েছিল। তবুও তারা সেই সব কটাক্ষকে পাত্তা না দিয়ে নিজেদের মতো করে জীবন কাটাচ্ছেন। জানা গেছে, সোহিনী বয়সে শোভনের থেকে কিছুটা বড় হলেও এটি তাদের সম্পর্কের মধ্যে কোনো বাধা সৃষ্টি করেনি।
সোহিনী ও শোভন ২০২৪ সালের ১৫ জুলাই সাত পাকে বাঁধা পড়েন। সারেগামাপা মঞ্চ থেকে পরিচিতি পাওয়া শোভন সংগীতজীবনে যেমন এগিয়েছেন, তেমনি ব্যক্তিগত জীবনেও স্থিরতা পেয়েছেন। এখন উৎসবের দিনে রান্নাঘরের ছোট ছোট মুহূর্তগুলোতে ধরা পড়ছে তাদের সুখী দাম্পত্যের ছবি।
পিআর/এসএন