দেশজুড়ে ঘন কুয়াশার তীব্রতার কারণে নদী বন্ধরে নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৬ জানুয়ারি) এ তথ্য জানায় আবহাওয়া অফিস।
সংস্থাটি বলছে, সংকেত দেখানোর প্রয়োজন নেই। তবে নৌযানগুলোকে সাবধানে চলাফেরা করতে হবে।
এতে আরও বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করার জন্য অনুরোধ করা হলো।
এমআর/এসএন