দীর্ঘ সঙ্গীতজীবন, দক্ষিণী ছবি থেকে বলিউড এবং হলিউড প্রতিটি ক্ষেত্রেই অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন সুরকার এআর রহমান। সম্প্রতি ধর্ম এবং কর্মজীবনের সম্পর্ক নিয়ে নিজের স্পষ্ট মনোভাব প্রকাশ করলেন তিনি।
রহমান জানান, মুসলিম নাম গ্রহণ করলেও তিনি বিশ্বাসী সুফিবাদে। ‘‘আমি মুসলিম হয়েও ‘রামায়ণ’ ছবিতে সুর করছি,’’ বললেন তিনি। এ ছবিতে তার সঙ্গে রয়েছেন বিশ্বখ্যাত সুরকার হ্যান্স জিমার। তিনি বলেন, ‘‘ধর্ম নিয়ে বিভাজন যারা তৈরি করে, তারা আসলে নিজেদের ছোট মনোভাব প্রকাশ করছেন।’’
রহমানের জন্ম হিন্দু পরিবারে, বাবা-মায়ের দেওয়া নাম ছিল দিলীপ কুমার। নামটা পছন্দ না হওয়ায় এক হিন্দু জ্যোতিষের পরামর্শে নিজের নাম রাখেন রহমান। ছোট থেকেই তিনি একটি ব্রাহ্মণ স্কুলে পড়াশোনা করেছেন। ‘‘ছোটবেলা থেকে আমাদের ‘রামায়ণ’ ও ‘মহাভারত’ পড়ানো হত। এই মহাকাব্যগুলো মানুষকে উচ্চতর আদর্শ শিখায়। ভালো কিছু শেখার ক্ষেত্রে ধর্ম-বিভাজন হওয়া উচিত নয়,’’ বলেন সুরকার।
তিনি আরও বলেন, ‘‘আমি সব ভালো জিনিসকে মূল্য দিতে জানি। যে কোনও জায়গা থেকে জ্ঞান গ্রহণে লজ্জা পাওয়ার কিছু নেই। আমাদের সংকীর্ণ মনোভাব ও স্বার্থপরতা থেকে বেরিয়ে উন্নীত হওয়া দরকার। আমি এই ছবির সঙ্গে কাজ করতে গর্বিত। হ্যান্স জিমার ইহুদি, আমি মুসলিম, আর ‘রামায়ণ’ হিন্দু মহাকাব্য সব মিলিয়ে আমাদের সুর সংযোগ মানুষের জন্য শিক্ষণীয়।’’
পিআর/এসএন