রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে দুই পরিবারের ছয় সদস্য প্রাণ হারিয়েছেন। তাদের শরীরে পোড়া ক্ষত না থাকলেও ধোঁয়ার কারণে শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে ১৮ নম্বর রোডের ওই ভবনের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ড ঘটে।
নিহতরা হলেন- ফজলে রাব্বী (৩৮), হারিস (৫২) ও রাহাব (১৭), আফসানা, রোদেলা আক্তার (১৪) ও আড়াই বছর বয়সী শিশু রিসান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আবাসিক ভবনটির দ্বিতীয় তলায় হঠাৎ করেই আগুনের মতো কিছুটা একটা চোখে পড়ে। মুহূর্তে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। পুরো ভবনে ছড়িয়ে পড়ে ধোঁয়া।
খবর পেয়ে সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট। ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, নিহতদের শরীরে তেমন কোনো পোড়া ক্ষত নেই। আগুনের ভয়াবহ ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
উত্তরা পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানান, আগুনের ঘটনায় ছয়জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
আগুনের উৎস সম্ভবত ভবনের দ্বিতীয় তলা থেকে হতে পারে বলে ধারণা করছেন পুলিশের এই কর্মকর্তা।
ফায়ার সার্ভিস জানায়, ভবনের ছাদে তালা লাগানো ছিল। অনেকে বের হতে পারেনি। বারান্দার গ্রিল কাটতে না পারায় উদ্ধার কাজেও সমস্যা হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। তবে তদন্ত চলছে।
টিজে/টিকে