ভারতের গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারের জন্মদিন আজ। ১৯৪৫ সালের এই দিনে তিনি গোয়ালিয়রে জন্মগ্রহণ করেন। চলচ্চিত্র জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে মুম্বাই পৌঁছান জাভেদ আখতার। সেলিম খানের সঙ্গে মিলিত হয়ে তিনি বহু জনপ্রিয় সিনেমার চিত্রনাট্য রচনা করেন।
অভিনয় ও সঙ্গীত জগতে অসামান্য অবদানের জন্য পাঁচবার জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। এর পাশাপাশি পেয়েছেন পদ্মশ্রী, পদ্মভূষণসহ অসংখ্য সম্মাননা। তার গান ও চিত্রনাট্য প্রজন্মের প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।
জাভেদ আখতারের এই অবদান শুধু ভারতীয় চলচ্চিত্র নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার সংস্কৃতির জন্য অনন্য। আজ তার জন্মদিনে শিল্প-প্রেমীদের মধ্যে বিশেষ উৎসবমুখরতা দেখা গেছে।
এমকে/টিএ